ব্যাচেলর বিপদ
স্বপ্নের রাজধানী ঢাকা শহরে
ব্যচেলর হয়ে ভাই পড়েছি ফাঁদে
সরকারি বাহিনীর লাল নোটিশে
এ শহর ছাড়তে হবে বাকি সাত দিনে।
কি আপদ কি বিপদ আসলো দেশে,
ব্যাচেলর হয়ে তাই আছি অভিশাপে,
সামনে পরীক্ষা মাথা তাই নষ্ট,
বাসা ছাড়ার নোটিশে মনে জমে কষ্ট।
আজ যারা নোটিশে দেয় যে খবর,
তারা কি কোনকালে ছিলনা ব্যাচেলর?
নাকি তারা স্বর্গে বসে করে ফেলেছে বিয়ে!
তাই যত টানাটানি আমাদের নিয়ে।
ব্যচেলর হয়ে ভাই পড়েছি ফাঁদে
সরকারি বাহিনীর লাল নোটিশে
এ শহর ছাড়তে হবে বাকি সাত দিনে।
কি আপদ কি বিপদ আসলো দেশে,
ব্যাচেলর হয়ে তাই আছি অভিশাপে,
সামনে পরীক্ষা মাথা তাই নষ্ট,
বাসা ছাড়ার নোটিশে মনে জমে কষ্ট।
আজ যারা নোটিশে দেয় যে খবর,
তারা কি কোনকালে ছিলনা ব্যাচেলর?
নাকি তারা স্বর্গে বসে করে ফেলেছে বিয়ে!
তাই যত টানাটানি আমাদের নিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ২৬/১১/২০১৩
-
রোদের ছায়া ২৩/১১/২০১৩দুঃখের কথা মজা করে লিখলেন , দেখুন এভাবেই একটা সমাধান বের করা যায় কিনা।। ছড়াটি ভালো লাগল, বেশি ভালো লাগলো সমসাময়িক বিষয় নিয়ে লিখলেন বলে । আমার পাতায় ঘুরে যাবার নিমন্ত্রন রইলো।
বেশ রসিয়ে লিখছেন কবি। ভালো লাগল।