শীতের সকাল
কুয়াশা ভেজা সকালে বিরহীয়া সুর
একাকি মগডালে কাক গায় বহুদূর।
সবুজ পাতার ফাঁকে বেদনার গান
রাখালের বাঁশিতে তার উঠিতেছে তান।
নরম কোমল ঘাসে শিশিরের ভাজ
ঘোমটার আড়ালে সূরুজ পায় যে লাজ।
খেজুরের রসে আজি রসালিয়া স্বাদ
পিঠা পুলিতে সবে মাতি আজি মাত।
নাতি পুতি নিয়ে বসে শীতের বুড়ি
সেই ভয়ে বারে বারে দেই কাঁথা মুড়ি।
একাকি মগডালে কাক গায় বহুদূর।
সবুজ পাতার ফাঁকে বেদনার গান
রাখালের বাঁশিতে তার উঠিতেছে তান।
নরম কোমল ঘাসে শিশিরের ভাজ
ঘোমটার আড়ালে সূরুজ পায় যে লাজ।
খেজুরের রসে আজি রসালিয়া স্বাদ
পিঠা পুলিতে সবে মাতি আজি মাত।
নাতি পুতি নিয়ে বসে শীতের বুড়ি
সেই ভয়ে বারে বারে দেই কাঁথা মুড়ি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ২৩/১১/২০১৩ভাল লাগলো,ধন্যবাদ। আমার ব্লগে দাওয়াত রইলো।