আমাদের গ্রাম
ছায়া ঢাকা পাখি ডাকা
আমাদের গ্রাম
রূপকথা হয়ে চোখে
ভাসে অবিরাম।
কোথা সে শান্তপুকুর
শান বাঁধা ঘাট
কোথা সে জ্যোস্না ভেজা
নিঝ্ঝুম রাত।
কোথা সে মাঝ রাতে
ডাহুক পাখির গান
কোথা সে বাঁশঝাড় আর
কাঠাল বাগান।
কোথা সে কাজলা দিদি
বাতাবি লেবুর ঘ্রাণ
কোথা সে লক্ষি ধান
নবান্নের আহবান।
এখন মরা খালে স্রোত আসেনা
মাজা পুকুরে আর মাছ ভাসেনা
গোলা ভরা ধান পুকুর ভরা মাছ
রূপকথা হয়ে আজ আমাদের মাঝ।
আমাদের গ্রাম
রূপকথা হয়ে চোখে
ভাসে অবিরাম।
কোথা সে শান্তপুকুর
শান বাঁধা ঘাট
কোথা সে জ্যোস্না ভেজা
নিঝ্ঝুম রাত।
কোথা সে মাঝ রাতে
ডাহুক পাখির গান
কোথা সে বাঁশঝাড় আর
কাঠাল বাগান।
কোথা সে কাজলা দিদি
বাতাবি লেবুর ঘ্রাণ
কোথা সে লক্ষি ধান
নবান্নের আহবান।
এখন মরা খালে স্রোত আসেনা
মাজা পুকুরে আর মাছ ভাসেনা
গোলা ভরা ধান পুকুর ভরা মাছ
রূপকথা হয়ে আজ আমাদের মাঝ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইসমাত ইয়াসমিন ২২/১১/২০১৩আমাদের গ্রামের কথা মনে পড়ে গেল।
-
রোদের ছায়া ২২/১১/২০১৩খুব সুন্দর করে আমাদের অতীত বর্তমান তুলে ধরেছেন । ভালো লাগলো।
-
সায়েম খান ২২/১১/২০১৩সুন্দর গ্রাম আপনাদের্। আমার ব্লগে দাওয়াত রইলো।