অভিমানী সুলতান মাহমুদ (কবি ফরুখ আহমদ স্মরণে)
হে অভিমানী কবি
তুমি ফিরবেনা জানি
গাইবেনা গান খানি
অভিমানী
সুলতান মাহমুদ
(কবি ফরুখ আহমদ স্মরণে)
হে অভিমানী কবি
তুমি ফিরবেনা জানি
গাইবেনা গান খানি
তুমি যে বড় অভিমানী।
হে সাত সাগরের মাঝি
তোমায় মনে পড়ে আজি
দেখ মুসলিম জাতি
অসহায় কতখানি।
নৌফেল হাতেমতায়ী
তোমার প্রিয় পাঞ্জেরী
সিরাজম মুনিরার বাণী
আজো কান পেতে শোনি।
ওগো রেঁনাসার কবি
ছিলে ইসলামের জ্যোতি
কেটেছে কত যামিনী
হারায়ে তোমার বাতি।
আমরা বাঙালী জাতি
বুঝিনি মূল্যখানি
তাই বুঝি তুমি
অশ্রু গেলে চাপি।
তুমি ফিরবেনা জানি
গাইবেনা গান খানি
অভিমানী
সুলতান মাহমুদ
(কবি ফরুখ আহমদ স্মরণে)
হে অভিমানী কবি
তুমি ফিরবেনা জানি
গাইবেনা গান খানি
তুমি যে বড় অভিমানী।
হে সাত সাগরের মাঝি
তোমায় মনে পড়ে আজি
দেখ মুসলিম জাতি
অসহায় কতখানি।
নৌফেল হাতেমতায়ী
তোমার প্রিয় পাঞ্জেরী
সিরাজম মুনিরার বাণী
আজো কান পেতে শোনি।
ওগো রেঁনাসার কবি
ছিলে ইসলামের জ্যোতি
কেটেছে কত যামিনী
হারায়ে তোমার বাতি।
আমরা বাঙালী জাতি
বুঝিনি মূল্যখানি
তাই বুঝি তুমি
অশ্রু গেলে চাপি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ১৭/১১/২০১৩ধন্যবাদ চমৎকার কবিতার জন্য। আমার ব্লগে দাওয়াত রইলো।