এমনো সন্ধ্যায়
এমনো সন্ধ্যা রাতে
এমনো আলো আধাঁরিতে
কবিতার পাতা পায় সুর
গল্পের দৈত্যরা ছোটে বহুদূর।
মনে পড়ে কোন এক সন্ধ্যায়
শীতে ঢাকা ঘন কুয়াশায়
বসে বসে দাদির বিছানায়
কাহিনীরা সূদুরে মিলায়।
সেখানে হিংস্র ডাইনি বুড়ি
বন্দি করেছে রাজার কুমারি
খাটের পালংকে তার গভীর ঘুম
ভাংবে যদি পায় সোনার কাঠির
চুম।
সোয়রাণী দুয়োরাণী কেযে পায়
সুখ
সুচ রাজা কাজল
রেখা মিটবে কি দুখ
ব্যাঙ কুমার যে হবে মানুষ কবে
হীরামণ পাখির পথ কবে ফুরাবে।
এমনি কত কাহিনী দাদি যেত
বুনে
আজি এ সন্ধ্যায় তাই
পড়ে মনে।
এমনো আলো আধাঁরিতে
কবিতার পাতা পায় সুর
গল্পের দৈত্যরা ছোটে বহুদূর।
মনে পড়ে কোন এক সন্ধ্যায়
শীতে ঢাকা ঘন কুয়াশায়
বসে বসে দাদির বিছানায়
কাহিনীরা সূদুরে মিলায়।
সেখানে হিংস্র ডাইনি বুড়ি
বন্দি করেছে রাজার কুমারি
খাটের পালংকে তার গভীর ঘুম
ভাংবে যদি পায় সোনার কাঠির
চুম।
সোয়রাণী দুয়োরাণী কেযে পায়
সুখ
সুচ রাজা কাজল
রেখা মিটবে কি দুখ
ব্যাঙ কুমার যে হবে মানুষ কবে
হীরামণ পাখির পথ কবে ফুরাবে।
এমনি কত কাহিনী দাদি যেত
বুনে
আজি এ সন্ধ্যায় তাই
পড়ে মনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।