স্বপ্নের মৃত্যু
স্বপ্ন ঝরা আখি দুটি
লাজুক মুখের হাসি
বাবার আদর রাশি রাশি
মায়ের চোখের মণি।
সেই মেয়েটি সবার প্রিয়
দাদা দাদির আদরীয়
স্কুলে তে তাহার নামে
প্রসংশার বাণী ছোটে।
কত স্বপ্ন ছোট্ট বুকে
অনেক বড় হবে
বাবা মায়ের দুঃখ মুছে
ডাক্তারিতে পড়বে।
একদিন সে অভিমানে
বাসায় বসে কাঁদে
মাগো আমায় ডির্স্টাব করে
ঐ যে বখাটে।
শুনে মায়ে নালিশ করে
চেয়ারম্যান সাহেবের কাছে
আচ্ছা বকে দেব তাকে
চিন্তা করনা তাতে।
সবাই যখন ঘুমে
জানালাটা আস্তে যায় খুলে
হঠাত্ যেন কিসের পরশ
লাগে চোখে মুখে।
মাগো আমার মুখটা
যে যায় পুড়ে
বাড়ির সবার ঘুম ভেঙে
যায় ভীষণ চিত্কারে ।
ততক্ষণে সব কিছু শেষ
মেয়ের মুখ অ্যসিডে নিঃশেষ
যে ছিল সবার চোখের আলো
আজ বুঝি তার সব ই ফুরালো।
এ মন করে কত মেয়ে
হারায় পথের দিশা.
চিরতরে তাদের চোখে
নামে অমানিশা।
লাজুক মুখের হাসি
বাবার আদর রাশি রাশি
মায়ের চোখের মণি।
সেই মেয়েটি সবার প্রিয়
দাদা দাদির আদরীয়
স্কুলে তে তাহার নামে
প্রসংশার বাণী ছোটে।
কত স্বপ্ন ছোট্ট বুকে
অনেক বড় হবে
বাবা মায়ের দুঃখ মুছে
ডাক্তারিতে পড়বে।
একদিন সে অভিমানে
বাসায় বসে কাঁদে
মাগো আমায় ডির্স্টাব করে
ঐ যে বখাটে।
শুনে মায়ে নালিশ করে
চেয়ারম্যান সাহেবের কাছে
আচ্ছা বকে দেব তাকে
চিন্তা করনা তাতে।
সবাই যখন ঘুমে
জানালাটা আস্তে যায় খুলে
হঠাত্ যেন কিসের পরশ
লাগে চোখে মুখে।
মাগো আমার মুখটা
যে যায় পুড়ে
বাড়ির সবার ঘুম ভেঙে
যায় ভীষণ চিত্কারে ।
ততক্ষণে সব কিছু শেষ
মেয়ের মুখ অ্যসিডে নিঃশেষ
যে ছিল সবার চোখের আলো
আজ বুঝি তার সব ই ফুরালো।
এ মন করে কত মেয়ে
হারায় পথের দিশা.
চিরতরে তাদের চোখে
নামে অমানিশা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ১৭/১১/২০১৩ধন্যবাদ চমৎকার কবিতার জন্য। আমার ব্লগে দাওয়াত রইলো।
-
Înšigniã Āvî ১৬/১১/২০১৩অসাধারণ..