রাজ্য নয় ইসলাম
জমাট বাধা অনেক ব্যথা
মনের মাঝে বলছে কথা
গাইছে কেরে শোকগাঁথা
মহরম কি আসল ধরা।
এজিদ হাসে কপট হাসি
খেলাফতে পেরেক ঠুকি
সেই বেদনায় কাঁদে ফোরাত
মরুর বালু রক্ত স্নাত।
হোসেন হাসে শহিদী ঈদগায়
রাজ্য নয়রে ইসলাম রক্ষায়
বক্ষ পাতি রক্ত ঝরায়
কালেমার ই ঝান্ডা ওড়ায়।
১৫.১১.১৩
মনের মাঝে বলছে কথা
গাইছে কেরে শোকগাঁথা
মহরম কি আসল ধরা।
এজিদ হাসে কপট হাসি
খেলাফতে পেরেক ঠুকি
সেই বেদনায় কাঁদে ফোরাত
মরুর বালু রক্ত স্নাত।
হোসেন হাসে শহিদী ঈদগায়
রাজ্য নয়রে ইসলাম রক্ষায়
বক্ষ পাতি রক্ত ঝরায়
কালেমার ই ঝান্ডা ওড়ায়।
১৫.১১.১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ১৭/১১/২০১৩ধন্যবাদ চমৎকার কবিতার জন্য। আমার ব্লগে দাওয়াত রইলো।