কর্মফল
কয়লার বুক চিরলে কয়লাই বের হয়
চিরতার ভেজা পানি তিক্ত স্বাদ হয়
বিভত্স মরার গায়ে মশা মাছি পড়ে রয়
অসভ্য ইতরের মাঝে ইতরতার জন্ম হয়।
সুগন্ধ ফুলের বুকে সুন্দর প্রজাপতি
ভোরের শিশিরে আলোর ঝলকানি
রূপালি চাঁদ ছড়ায় দুগ্ধ আলো কণা
কোকিলের গানে উঠে সুরের আলপনা।
আলো আর আধাঁর কখনো এক নয়
ইমানদার-মুনাফিক কাজে ভিন্ন হয়
সত্য-মিথ্যা চিরকাল দুই পথ
সাদা আর কালো চড়েনাতো এক রথ।
চিরতার ভেজা পানি তিক্ত স্বাদ হয়
বিভত্স মরার গায়ে মশা মাছি পড়ে রয়
অসভ্য ইতরের মাঝে ইতরতার জন্ম হয়।
সুগন্ধ ফুলের বুকে সুন্দর প্রজাপতি
ভোরের শিশিরে আলোর ঝলকানি
রূপালি চাঁদ ছড়ায় দুগ্ধ আলো কণা
কোকিলের গানে উঠে সুরের আলপনা।
আলো আর আধাঁর কখনো এক নয়
ইমানদার-মুনাফিক কাজে ভিন্ন হয়
সত্য-মিথ্যা চিরকাল দুই পথ
সাদা আর কালো চড়েনাতো এক রথ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।