অবশেষে একদিন
অবশেষে একদিন
ঘুমিয়ে পড়বে শেফালী ফুল
ঝরে যাবে শিউলী বকুল,
থেমে যাবে কোকিলের গান
ঘুচে যাবে সব অভিমান।
ফুরিয়ে যাবে দিনের আলো
থমকে দাঁড়াবে রাতের কালো,
বইবেনা আর দক্ষিণা বাতাস
সকল কিছু হবে ইতিহাস।
ঝর ঝর বৃষ্টি ঝরবেনা
কল কল স্রোতধারা বইবেনা
জ্বলি জ্বলি করে তারা জ্বলবে না
রাশি রাশি জোনাকি থাকবে না।
তারপর একে একে
ফুরাবে জীবনের সব লেনদেন
মুছে যাবে সময়ের ব্যবধান
স্মৃতি গুলো থেকে যাবে সযতনে
যদি কেউ ভুল করে মনে রাখে।
সুলতান মাহমুদ
ঘুমিয়ে পড়বে শেফালী ফুল
ঝরে যাবে শিউলী বকুল,
থেমে যাবে কোকিলের গান
ঘুচে যাবে সব অভিমান।
ফুরিয়ে যাবে দিনের আলো
থমকে দাঁড়াবে রাতের কালো,
বইবেনা আর দক্ষিণা বাতাস
সকল কিছু হবে ইতিহাস।
ঝর ঝর বৃষ্টি ঝরবেনা
কল কল স্রোতধারা বইবেনা
জ্বলি জ্বলি করে তারা জ্বলবে না
রাশি রাশি জোনাকি থাকবে না।
তারপর একে একে
ফুরাবে জীবনের সব লেনদেন
মুছে যাবে সময়ের ব্যবধান
স্মৃতি গুলো থেকে যাবে সযতনে
যদি কেউ ভুল করে মনে রাখে।
সুলতান মাহমুদ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ১৩/১১/২০১৩
-
সায়েম খান ১৩/১১/২০১৩কবিতা ভাল লেগেছে,ধন্যবাদ সুন্দর কবিতার জন্য। আমার ব্লগে দাওয়াত রইল।
খুব খুব খুব ভাল লাগলো