ঐক্যের বিকল্প নেই
পৃথিবীর যেকোন দেশের ১০০
জন লোক
একত্র হলে বড় কিছু
করে ফেলতে পারে কিন্তু ১০০
বাঙালি কখন ও এক
হতে পারেনা কারন
তারা একাই একশ
কখনো কখনো একাই
দেড়শোও হয়ে যায়। যাই হোক
আমরা একাই একশ হই আর
দেড়শো হই
সেটা বড় কথা নয় বড়
কথা হলো আমাদের এক
হওয়া দরকার
আর আমরা একশ জন এক
হতে পারলে পৃথিবী আমাদের
নতুন
করে চিনবে। আমাদের কোন
কিছুর
অভাব নেই অভাব ঐক্যের। তাই
আসুন
না দেশের স্বার্থে, জাতির
স্বার্থে সকল
সংকীর্ণতা পরিহার
করে আমরা একসুরে কথা বলি,
ইস্পাত
কঠিন ঐক্য গড়ি তবেই
আগামীর সব
ফুল, পাখি আর সকালের
ছড়িয়ে পড়া প্রথম আলোটুকু
আমাদের
হয়ে কথা বলবে।
জন লোক
একত্র হলে বড় কিছু
করে ফেলতে পারে কিন্তু ১০০
বাঙালি কখন ও এক
হতে পারেনা কারন
তারা একাই একশ
কখনো কখনো একাই
দেড়শোও হয়ে যায়। যাই হোক
আমরা একাই একশ হই আর
দেড়শো হই
সেটা বড় কথা নয় বড়
কথা হলো আমাদের এক
হওয়া দরকার
আর আমরা একশ জন এক
হতে পারলে পৃথিবী আমাদের
নতুন
করে চিনবে। আমাদের কোন
কিছুর
অভাব নেই অভাব ঐক্যের। তাই
আসুন
না দেশের স্বার্থে, জাতির
স্বার্থে সকল
সংকীর্ণতা পরিহার
করে আমরা একসুরে কথা বলি,
ইস্পাত
কঠিন ঐক্য গড়ি তবেই
আগামীর সব
ফুল, পাখি আর সকালের
ছড়িয়ে পড়া প্রথম আলোটুকু
আমাদের
হয়ে কথা বলবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুলতান মাহমুদ ১২/১১/২০১৩thanks
-
জহির রহমান ১২/১১/২০১৩ঠিক বলছেন