মশারা টিকিয়া আছে
সুন্দরবনের বাঘ কমে যাচ্ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী বড়
জোর শ চারেক হবে। বাঘের
গর্জনে এখন আর কেউ
থমকে দাঁড়ায় না বরং মানুষের
গর্জনেই বাঘ থমকে দাঁড়ায়।
সুন্দরবনের বেশীরভাগ প্রাণীই
এখন বিপন্ন প্রায় প্রাণীর
তালিকায়। একটা সময় ছিল
বাড়ির পাশে ঘন
ঝোঁপঝাড়ে মেছোবাঘ, শিয়াল,
বিলাই খাটাশ, গুইসাপ সহ
নানা প্রাণী দেখা যেত। এখন
সময় পাল্টেছে। সুন্দরবনের
বাঘ এখন পাপেট হয়ে মিরপুর
স্টেডিয়ামে দেখা যায়। আর
অনান্য প্রাণীর সে ভাগ্য নেই।
তবে একটা জিনিস অতিকায়
হস্তি লোপ পাইলে ও
মশারা টিকিয়া আছে। কারন
তাহারা না টিকিলে মনুষ্য
জাতিকে জ্বালাতন
করিবে কাহারা?
সর্বশেষ তথ্য অনুযায়ী বড়
জোর শ চারেক হবে। বাঘের
গর্জনে এখন আর কেউ
থমকে দাঁড়ায় না বরং মানুষের
গর্জনেই বাঘ থমকে দাঁড়ায়।
সুন্দরবনের বেশীরভাগ প্রাণীই
এখন বিপন্ন প্রায় প্রাণীর
তালিকায়। একটা সময় ছিল
বাড়ির পাশে ঘন
ঝোঁপঝাড়ে মেছোবাঘ, শিয়াল,
বিলাই খাটাশ, গুইসাপ সহ
নানা প্রাণী দেখা যেত। এখন
সময় পাল্টেছে। সুন্দরবনের
বাঘ এখন পাপেট হয়ে মিরপুর
স্টেডিয়ামে দেখা যায়। আর
অনান্য প্রাণীর সে ভাগ্য নেই।
তবে একটা জিনিস অতিকায়
হস্তি লোপ পাইলে ও
মশারা টিকিয়া আছে। কারন
তাহারা না টিকিলে মনুষ্য
জাতিকে জ্বালাতন
করিবে কাহারা?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।