কর্পোরেট ভালোবাসা
সুজুকি গাড়িতে হাত
সানগ্লাস চোখে
ভালোবাসা শুরু হয়
বড় উত্ল্লাসে।
হ্যান্ডসাম এয়োসাম
নাইবা হলে
ব্যাংক ব্যালান্স ঠিকতো
চল তাহলে।
কদম গোলাপ বেলী
নাই যদি ফুটে
শো পিচ ব্রেসলাইট
লাগে ভালোবাসাতে।
প্রেম প্রীতি সম্প্রিতী
এসব মিছা
বাড়ি গাড়ি জুয়েলারি
আসল কথা।
সততা ন্যায় নীতি
সব ফেল চুকে
এসব লাগেনা কিছু
কর্পোরেট ভালোবাসাতে।
সানগ্লাস চোখে
ভালোবাসা শুরু হয়
বড় উত্ল্লাসে।
হ্যান্ডসাম এয়োসাম
নাইবা হলে
ব্যাংক ব্যালান্স ঠিকতো
চল তাহলে।
কদম গোলাপ বেলী
নাই যদি ফুটে
শো পিচ ব্রেসলাইট
লাগে ভালোবাসাতে।
প্রেম প্রীতি সম্প্রিতী
এসব মিছা
বাড়ি গাড়ি জুয়েলারি
আসল কথা।
সততা ন্যায় নীতি
সব ফেল চুকে
এসব লাগেনা কিছু
কর্পোরেট ভালোবাসাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ আহমেদ শাওন ১২/১১/২০১৩পুরো দুনিয়াটাই যখন কর্পরেট তখন ভালবাসার আর দোস কি?
-
রাখাল ১১/১১/২০১৩ভালোবাসা কারে কয়?
-
রাখাল ১১/১১/২০১৩ভালোবাসা কারে কয়?
-
মনির আহমদ। ১১/১১/২০১৩Kothin bastob vai.