www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শিক্ষিত পোলা

মাইয়্যা আমার কেমন
আকাশের চান যেমন
হইছে বড়ই পছন্দ
মনে আর নাই দ্বন্দ।
শোকর আলহামদুলিল্লাহ
তাইলে এইবার সারি কথা
কি বলেন ঘটক সাব
রাজি যখন পোলার বাপ।
দশগ্রামে এমন শিক্ষিত পোলা
পাইবেন না ভাই আর একটা
মেট্রিক পাশের এক ক্লাস নিচে
পোলায় আমার ডিগ্রি নিছে।
বড় চমত্কার বড় চমত্কার
মূল্য বড় এমন পোলার
আমরা যখন রাজি
আসল কথা এখন সারি।
জানেনতো আমার শিক্ষিত পোলা
যৌতুকের তার বড়ই ঘৃণা
তয় মোটর সাইকেল, টেপরেকর্ডার
ফ্রিজ, টিভি, ডিভিডি প্লেয়ার
কম্পিউটার দিবেন একটা
সবই আপনার মাইয়্যার লইগ্যা।
কন কি ভাইসাব!
এত কিছু কেমনে দিতাম?
এইডা কইলেন কি কথা
পাইলাম মনে অনেক ব্যাথা।
আমার এমন শিক্ষিত পোলা
তার দাম কি এতই সস্তা?
বুঝেনতো আমার অবস্থা
নুন আনতে ফুরায় পান্তা।
রাখেন আপনের মিন মিন
পোলায় কি আমার ঢেউটিন
ঘটক মশাই চলেন যাই
নষ্ট করার সময় নাই।
উত্তর পারার খায়গো বাড়ি
চলেন যাইয়্যা মাইয়্যা দেহি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রাখাল ১২/১১/২০১৩
    কনের বাবা না বুঝে করলো বেজায় ভুল
    মেয়ের আর হবেনা বিয়ে লাগলো গণ্ডগোল ।
    পড়বে ব্যাটা প্যাঁচে
    বুঝবে তবে শেষে ।
 
Quantcast