বিয়ের আগে পরে
বিয়ের আগে আমি
অনুপমা সুন্দরী
লাস্যময়ী তন্বীবালা
করেছো মনচুরি।
ফুল শুধু নও তুমি
গোলাপের কলি
বাঁকা ঠোটে ঐ হাসি
কেমনে যে ভুলি।
কাঁচা হলুদের রং
ছড়ানো দেহে
চাঁদ ও লাজে লুকায়
পলকে দেখে।
কহিনূর চাও যদি
ভয় কি তাতে
তোমাকে বসাব ওগো
ময়ূর সিংহাসনে।
তুমি মোর হৃদয়ের
মানিক রতন
চাঁদ সূর্য সাক্ষি
সঁপিলাম এই মন।
বিয়ের পরে কোথা
সে পঞ্চমাখা সুর
রং রূপ সব বুঝি
হয়ে গেল দূর।
কোথা সে কল্পনার
সোনা রূপার কাঠি
রান্নাটা অখাদ্য
বিচ্ছিরি হাতখানি।
পেতনি নাকি ভালো
আমার চেয়ে
মাঝে মাঝে লাঠি নিয়ে
আসে ধেয়ে ধেয়ে।
কল্পনার রথে চড়া
যতটা সহজ
আজ বুঝি বাস্তবটা
বড় ই কঠোর।
০৯.১১.১৩
অনুপমা সুন্দরী
লাস্যময়ী তন্বীবালা
করেছো মনচুরি।
ফুল শুধু নও তুমি
গোলাপের কলি
বাঁকা ঠোটে ঐ হাসি
কেমনে যে ভুলি।
কাঁচা হলুদের রং
ছড়ানো দেহে
চাঁদ ও লাজে লুকায়
পলকে দেখে।
কহিনূর চাও যদি
ভয় কি তাতে
তোমাকে বসাব ওগো
ময়ূর সিংহাসনে।
তুমি মোর হৃদয়ের
মানিক রতন
চাঁদ সূর্য সাক্ষি
সঁপিলাম এই মন।
বিয়ের পরে কোথা
সে পঞ্চমাখা সুর
রং রূপ সব বুঝি
হয়ে গেল দূর।
কোথা সে কল্পনার
সোনা রূপার কাঠি
রান্নাটা অখাদ্য
বিচ্ছিরি হাতখানি।
পেতনি নাকি ভালো
আমার চেয়ে
মাঝে মাঝে লাঠি নিয়ে
আসে ধেয়ে ধেয়ে।
কল্পনার রথে চড়া
যতটা সহজ
আজ বুঝি বাস্তবটা
বড় ই কঠোর।
০৯.১১.১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ১০/১১/২০১৩সত্যিই বাস্তব চিত্র ফুটে উঠেছে আপনার কবিতায়।
-
সুমাইয়া বরকতউল্লাহ্ ১০/১১/২০১৩শ ললললললললললললললললল ম
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১১/২০১৩কিছু সত্য উপস্থাপন করেছেন। এইজন্য ধন্যবাদ। আসলেই বাস্তবতা এমনই হয়।
-
রাখাল ১০/১১/২০১৩বিয়ের আগে স্তুতিকাব্য
বিয়ের পর অশ্রাব্য।
এটাই বাস্তবতা ।