www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাত্র দু হাজার ডলার

কলিং বেলটা টিপতেই
দরজাটা খুলে যায়
সেই হাসি মুখ, বন্ধু কেমন
আছিস কি খবর?
কি দেখছিস অমন করে?
কত বিশাল বাড়ি!
এ আর এমন কি
বস এখানে।
ভাবি ছেলে মেয়ে?
ওদেশেই আছে এ দেশের
যা অবস্থা
জানিসতো সব।
তারপর ও নিজের দেশতো
এ দেশ কি দেবে আর
বাদ দে ওসব।
তারপর কি খবর?
আছি এক রকম
বাসা ভাড়া বাজার করা
টানাটানির সংসার।
তুই তো একটু এদিক সেদিক
করলেই পারতিস।
সততা বিসর্জন দেব?
সে কি আর হয়।
এই যে এতক্ষণে ডলি আসল
এতো দেখছি কুকুর ছানা!
সুইচ থেকে আনা
মাত্র দু হাজার ডলার।
কুকুরের এত দাম!
অবাক হলি?
হবনা আবার।
অবাক হ ওয়ার কিছু নেই
ডলির পিছনে মাসে পঞ্চাশ
হাজার।
পঞ্চাশ হাজার!
কি বন্ধু কোন সমস্যা?
না মাথা একটু ঝিম ধরেছিল।
অ আমি ভাবলাম কি না কি?
এই যে কমলা চা টা এদিক রাখ
কি করলি ট্রে টা ফেলে দিলি
ছোট লোকের বাচ্চা দেব এক
চড়।
থাক না বাচ্চা মেয়ে
তুই জানিস না
একদম বদের হাড্ডি
সেদিন ওর বাসি খাবারগুলো
ডলিকে খাইয়েছে
সে এক বিশাল ধকল
সুইচ কুকুর
পুষ্টিকর খাবারে অভ্যস্ত।
তা মেয়েটাকে স্কুলে দে
সবার স্কুলে যেতে হয়না
জানিসতো সমাজের ব্যলেন্স
ঠিক থাকেনা এতে।
অ তাই নাকি?
আগে জানতাম নাতো
তা কত দিন থাকবি দেশে ?
বেশি দিন না
এইতো সামনের সপ্তায়
লন্ডনে সেমিনার
মানবাধিকার, শিশু অধিকার
গনতন্ত্র, নারী স্বাধীনতা
এসব বিষয়,
অতিথী বক্তা আমি।
তোর চোখে জল!
ওসব কিছু না
মাথাটা ধরেছেতো তাই হয়ত
আজ আসি তবে
বিদায় বন্ধু।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ডাঃ শরীফ হাসান ১০/১১/২০১৩
    অনেক বাস্তব বিষয়গুলির খুব সুন্দর উপস্থাপন করা হয়েছে। চালিয়ে যান ভাই। আপনাদের মত গুনি লেখকদের অপেক্ষায় আগামির বাংলাদেশ।
  • খুবই করুন চিত্র ফুটে উঠেছে কবিতায়.। আপনার কবিতা পড়ে মনেছপড়ে গেলো অংশ শিক্ষকের বেতন পনের টাকা কিন্তু নেতার কুকুরের খরচ ছিল ষাট টাকা। খুবই ছোট বেলায় পড়েছিলাম। পুরো টা মনে নেই। তবে অসম্ভব ভালো লাগলো। বুকের গহীনে থাকা কষ্টের একটি দীর্ঘ শ্বাস বেড়িয়ে গেলো। এই কোন দেশে আছি আমরা। তাছাড়া বিরতি ছাড়া ভালো ই লাগলো।
  • বিরাট বড় কবিতা, মাঝখানে নেই ফাঁক
    পড়তে গিয়ে হঠাৎ করে, মাথায় খেলাম পক!!

    ধন্যবাদ।
 
Quantcast