তোমার দোয়ায় ভালো আছি মা
সাত সাগর তেরো নদি পেরিয়ে
অচেনা পথে জীবিকার তাগিদে
বরফ গলা নদি আর
লোনা জলের পাড়ে
আমার প্রিয় সোনার
বাংলা ছেড়ে
তোমার দোয়ায়
ভালো আছি মা।
মাগো ভীষণ মনে পড়ে তোমায়
কাজের ফাঁকে সকাল দুপুর
তখন ভাবি উড়াল দিয়ে
তোমার কাছে আসি ফিরে
সেকি আর হয়, তবু মা বেশ আছি
তোমার দোয়ায় ভালো আছি।
মাগো জানি কাঁদো তুমি
আমার কথা ভাবি
মিছে মায়ায় থাকো চেয়ে
খোকা আসে নাকি।
কেঁদোনা মা তুমি
তোমার দোয়ায় ভালো আছি।
মাগো কেমন আছে বাড়ির সবাই
সালাম দিও সবে
গ্রাম বাসিকে পৌঁছে দিও
আমার সালাম তবে।
রাতের তারায় জোনাক যখন
জ্বলে
তখন মাগো মন যে কেমন করে
মনে পড়ে শান্ত পুকুর
কৃষ্ণচূড়া ফুল
পাল তোলা নাও অবাধ সাঁতার
পদ্মা নদীর কূল।
তখন মাগো মন মানেনা,
তোমায় মনে পড়ে
মনটা ছোটে যায়
মোদের ছোট্ট ঘরে।
যেথায় থাকি যেভাবে থাকি
মাগো দোয়া কর তুমি
তোমার দোয়ায় ভালো আছি।
অচেনা পথে জীবিকার তাগিদে
বরফ গলা নদি আর
লোনা জলের পাড়ে
আমার প্রিয় সোনার
বাংলা ছেড়ে
তোমার দোয়ায়
ভালো আছি মা।
মাগো ভীষণ মনে পড়ে তোমায়
কাজের ফাঁকে সকাল দুপুর
তখন ভাবি উড়াল দিয়ে
তোমার কাছে আসি ফিরে
সেকি আর হয়, তবু মা বেশ আছি
তোমার দোয়ায় ভালো আছি।
মাগো জানি কাঁদো তুমি
আমার কথা ভাবি
মিছে মায়ায় থাকো চেয়ে
খোকা আসে নাকি।
কেঁদোনা মা তুমি
তোমার দোয়ায় ভালো আছি।
মাগো কেমন আছে বাড়ির সবাই
সালাম দিও সবে
গ্রাম বাসিকে পৌঁছে দিও
আমার সালাম তবে।
রাতের তারায় জোনাক যখন
জ্বলে
তখন মাগো মন যে কেমন করে
মনে পড়ে শান্ত পুকুর
কৃষ্ণচূড়া ফুল
পাল তোলা নাও অবাধ সাঁতার
পদ্মা নদীর কূল।
তখন মাগো মন মানেনা,
তোমায় মনে পড়ে
মনটা ছোটে যায়
মোদের ছোট্ট ঘরে।
যেথায় থাকি যেভাবে থাকি
মাগো দোয়া কর তুমি
তোমার দোয়ায় ভালো আছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জমাতুল ইসলাম পরাগ ০২/১০/২০১৪অসাধারণ হয়েছে কবি। মায়ের প্রতি দরদ নিয়ে অনুভূতি প্রকাশের ধারা অব্যাহত থাকুক।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০২/১০/২০১৪বেশ সুন্দর দশে দশ।
-
মীর শওকত ০৯/১১/২০১৩প্রবাস জীবনের নিঃসঙ্গতাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কলমের আঁচড়ে ।ভাল লাগল ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৯/১১/২০১৩একজন প্রবাসীর মনের গহীনে থাকা সমস্ত করুন আকুতি ফুটে উঠেছে কবিতা য়। আমি নিজে ও একজন প্রবাসী হিসেবে সেটা অনুধাবন করতে পারছি। খুবই ভালো লাগলো। নিয়মিত লিখতে থাকুন। শুভকামনা আপনার জন্য।
-
জহির রহমান ০৯/১১/২০১৩একজন প্রবাসীর আকুতি সুন্দর ভাবে উপস্থাপিত হয়েছে কবিতাটিতে। অসাধারণ লিখেছেন কবি।
শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্য... -
জহির রহমান ০৯/১১/২০১৩