www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিদায় ক্ষণে

প্রিয়তম,
কষ্ট হচ্ছে ......?
কোথায় কষ্ট ? তোমার সব কষ্ট
আমি অন্তরে ধারণ করে নীল হব
একবার আমার চোখে চোখ রেখে দ্যাখ ,
এখানে জলের ফোয়ারা আছে ,
মায়াময় যাদু আছে
আছে সুখের নহর ।
আমার বুকে মাথা রেখে দ্যাখ
তোমার সব কষ্ট জুড়িয়ে যাবে
শীতল হবে দেহ-মন ,
এখানে জলসা ঘর আছে
শরাব মদের পেয়ালা আছে
আছে আরশের ছায়া ।
তুমি কান পেতে দ্যাখ
ডাকছে তোমায় দিবানিশি
বিশ্বাস কর -------
আমার নিঃশ্বাস তোমায় দেবো
তুমি চোখ মেলে তাকাও
সব অক্সিজেন নিয়ে নাও
আমাকে কার্বণডাই অক্সাইড দাও
আমি ঘুমিয়ে যায় পরমেশ্বরের বুকে
তবুও তোমাকে কষ্ট পেতে দেবো না
প্রিয়তম --ওগো প্রিয়তম --তুমি শুনছো
তাকাও ----কই---শীতল কেন ?
ওফ--ঘুমিয়ে গেলে নাকি ---!

22/01/2016
[email protected]
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল হয়েছে
  • মুগ্ধ
  • ভালো
  • ভালো।
 
Quantcast