চাদরে দাও আদর
আর কতটুকু চাদর পেলে
আদর দেবে তুমি ?
ওগো , ও কুয়াশা ঢাকা
হাড় কাঁপানো শীত ,
তোমার লজ্জা রাঙা
ঘোমটা দেয়া মুখটা দেখে
সূর্য্যি মামা উঁকি মেরেই
পালিয়ে গেল কোথা !
কৃষ্ণপক্ষের রাতের মত
দিনটা যে আজ কালো
ও মামা ,তোর পায়ে পড়ি
একটা সোনার আংটি দেব
দাও না একটু তেজোদৃপ্ত আলো ।
আমার খুপড়ি ঘরের
জানালা গুলো বড্ড বেহায়া
নগ্ন হয়ে ,গা এলিয়ে
আলগা করে মন ,
শিশির ভেজা বাতাস টাকে
ডাকছে সারাক্ষণ ।
মাঘের কন্যা ,বাঘের কাছে
যাও না তুমি আজ,
সূর্য্যি মামার সাথে এসো
চৌকি পেতে বসতে দিব
খেজুর রসের পিঠা দিব
নলেন গুড়ের পাটালি দিব
ঘরের বাহির হতে হবে
বাইরে বেজায় কাজ ।
ওগো ,ও মায়াবী
সন্ধ্যা এলো গাছের মাথায়
শিশির পড়ে পাতায়-পাতায়
রাত্রি হবে এখন ,
হীরামোতির মালা দিব
হাতে সোনার বালা দিব
চাদরে দাও আদর ।
আদর দেবে তুমি ?
ওগো , ও কুয়াশা ঢাকা
হাড় কাঁপানো শীত ,
তোমার লজ্জা রাঙা
ঘোমটা দেয়া মুখটা দেখে
সূর্য্যি মামা উঁকি মেরেই
পালিয়ে গেল কোথা !
কৃষ্ণপক্ষের রাতের মত
দিনটা যে আজ কালো
ও মামা ,তোর পায়ে পড়ি
একটা সোনার আংটি দেব
দাও না একটু তেজোদৃপ্ত আলো ।
আমার খুপড়ি ঘরের
জানালা গুলো বড্ড বেহায়া
নগ্ন হয়ে ,গা এলিয়ে
আলগা করে মন ,
শিশির ভেজা বাতাস টাকে
ডাকছে সারাক্ষণ ।
মাঘের কন্যা ,বাঘের কাছে
যাও না তুমি আজ,
সূর্য্যি মামার সাথে এসো
চৌকি পেতে বসতে দিব
খেজুর রসের পিঠা দিব
নলেন গুড়ের পাটালি দিব
ঘরের বাহির হতে হবে
বাইরে বেজায় কাজ ।
ওগো ,ও মায়াবী
সন্ধ্যা এলো গাছের মাথায়
শিশির পড়ে পাতায়-পাতায়
রাত্রি হবে এখন ,
হীরামোতির মালা দিব
হাতে সোনার বালা দিব
চাদরে দাও আদর ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৬/০২/২০২০ভালো লেখা
-
সাইয়িদ রফিকুল হক ২৫/১২/২০১৯ভালো লাগলো।
-
ফয়জুল মহী ২৫/১২/২০১৯অসাধারণ লিখেছেন l
-
কল্পনা বিলাসী ২৫/১২/২০১৯শুভ কামনা রইল।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৫/১২/২০১৯অনবদ্য সৃষ্টি।
গোলাপের শুভেচ্ছা রইল। -
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৪/১২/২০১৯চমৎকার হয়েছে।