অনাদৃত
প্রেম নেব না কষ্ট নেব
তোর প্রেমেতে নষ্ট হব,
নিঃস্ব হব অন্ধকারে
নরম গরম উপহারে।
কষ্ট কাটা প্রেমের ঝুড়ি
সূতায় আঠা শখের ঘুড়ি,
বাজলে বাঁশি নিরেট নিথর
নরম বালিশ শক্ত পাথর।
মোমের পুতুল প্রেমের আদর
ফসকে গেল মায়ার চাদর।
কষ্ট নেব কয়েক কুড়ি
প্রেম যে বড় জল ডুবুরী।
তোর প্রেমেতে নষ্ট হব,
নিঃস্ব হব অন্ধকারে
নরম গরম উপহারে।
কষ্ট কাটা প্রেমের ঝুড়ি
সূতায় আঠা শখের ঘুড়ি,
বাজলে বাঁশি নিরেট নিথর
নরম বালিশ শক্ত পাথর।
মোমের পুতুল প্রেমের আদর
ফসকে গেল মায়ার চাদর।
কষ্ট নেব কয়েক কুড়ি
প্রেম যে বড় জল ডুবুরী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ১৩/১২/২০১৯দারুণ
-
বাপ্পা দাস ১২/১২/২০১৯বাহ্ । চমৎকার লেখা কবি ।
-
আব্দুল হক ১১/১২/২০১৯অনেক সুন্দর!