বসন্ত
নতুন পাতা গাছের শাখায়
আলোর নাচন মনে,
বনের কোণে ডাকছে কোকিল
প্রেম জাগিছে প্রাণে।
আম্র মুকুল শাখায় শাখায়
মৌমাছি যায় ফুলে,
নদীর জলে টান এসেছে
চর জেগেছে কূলে।
আজকে খুশির বান ডেকেছে
শিমুল গাছের ডালে,
প্রকৃতি আজ রঙ মেখেছে
হাওয়ার নাচন পালে।
পূর্ণিমা চাঁদ রাতের আলো
দিঘির জলে ঢেউ,
সখা সখি জোনাক পোঁকা
বাগানে নেই কেউ।
ফলের বাগান প্রসূতি মা
গাছে গাছে ফল,
মাটির চোখ আকাশ পানে
একটু আশা জল।
ছয়টি ঋতু ,ঋতুর রাজা
ফল ফসলে মাঠ,
ছেলে বুড়ো,উড়ছে ধুলো
ডুবছে পথ ঘাট।
প্রকৃতির এই দিনের কথা
যাব না কেউ ভুলে,
শহর ছেড়ে গ্রামে এসো
বসন্ত দ্বারে এলে ।
আলোর নাচন মনে,
বনের কোণে ডাকছে কোকিল
প্রেম জাগিছে প্রাণে।
আম্র মুকুল শাখায় শাখায়
মৌমাছি যায় ফুলে,
নদীর জলে টান এসেছে
চর জেগেছে কূলে।
আজকে খুশির বান ডেকেছে
শিমুল গাছের ডালে,
প্রকৃতি আজ রঙ মেখেছে
হাওয়ার নাচন পালে।
পূর্ণিমা চাঁদ রাতের আলো
দিঘির জলে ঢেউ,
সখা সখি জোনাক পোঁকা
বাগানে নেই কেউ।
ফলের বাগান প্রসূতি মা
গাছে গাছে ফল,
মাটির চোখ আকাশ পানে
একটু আশা জল।
ছয়টি ঋতু ,ঋতুর রাজা
ফল ফসলে মাঠ,
ছেলে বুড়ো,উড়ছে ধুলো
ডুবছে পথ ঘাট।
প্রকৃতির এই দিনের কথা
যাব না কেউ ভুলে,
শহর ছেড়ে গ্রামে এসো
বসন্ত দ্বারে এলে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ০১/০৩/২০১৮সুন্দর ছন্দ...
-
সাঁঝের তারা ২৮/০২/২০১৮সুন্দর