ঝড়ো পাখির গান
বিদ্রোহী হয়েছিল গেয়ে সত্যের গান
অন্যায়ে চুপ থাকেনি সদা জাগ্রত প্রাণ
রক্তও দিয়েছিলে রাখতে ভাষার মান
জীবন দিয়ে এনেছিলে বাংলার জয়গান।
সেই তুমি আজ কোথায়?
সম্মুখে কত অন্যায়,
স্বাধীনে পরাধীন,অবিচার
চারদিকে দেখ কত হাহাকার।
কোথায় তোমার সংগ্রামী কবিতা?
কেনো এনেছিলে এই স্বাধীনতা,
যেখানে নেই বোনের নিরাপত্তা
সুবিচার পায়নি ভাইয়ের আত্তা
কেনো পদে পদে আজও পরাধীনতা
অধির আগ্রহে চেয়ে থাকি পুব আকাশে
কখন আসবে ঝড়ো পাখির গান
ভেঙে দিবে নিরবতা,অধীনতা, দাম্ভিকতা
শান্তির নীরে যাবে লাল সবুজের প্রাণ
অন্যায়ে চুপ থাকেনি সদা জাগ্রত প্রাণ
রক্তও দিয়েছিলে রাখতে ভাষার মান
জীবন দিয়ে এনেছিলে বাংলার জয়গান।
সেই তুমি আজ কোথায়?
সম্মুখে কত অন্যায়,
স্বাধীনে পরাধীন,অবিচার
চারদিকে দেখ কত হাহাকার।
কোথায় তোমার সংগ্রামী কবিতা?
কেনো এনেছিলে এই স্বাধীনতা,
যেখানে নেই বোনের নিরাপত্তা
সুবিচার পায়নি ভাইয়ের আত্তা
কেনো পদে পদে আজও পরাধীনতা
অধির আগ্রহে চেয়ে থাকি পুব আকাশে
কখন আসবে ঝড়ো পাখির গান
ভেঙে দিবে নিরবতা,অধীনতা, দাম্ভিকতা
শান্তির নীরে যাবে লাল সবুজের প্রাণ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ১০/০৭/২০২১Bah