www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাঙালি তুমি কাঙ্গালি

বাঙালি তুমি কাঙ্গালি
নিজের জন্য মাঙ্গলি,
নিজের জন্য ভাঙলি
ঊর্ধ্বাধঃ স্ব-স্ব কার বলি।

ধন্য তোমার জীবন
ধন্য তেমার ধরন,
ধন্য তোমার আপন
ধন্যই মন্য তোমার মরণ।

পূর্ণ তোমার হৃদয়
পূর্ণ তোমার সদয়,
পূর্ণ তোমার সহায়
পূর্ণ ---শূন্যই কানায় কানায়।

শূন্য তোমার বিবেক
শূন্য তোমার আবেগ,
শূন্য তোমার সাবেক
শূন্য দিয়ে পূর্ণ রিজেক।

১৫/০২/২০২৫ খ্রীঃ
লসক,বাংলাদেশ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০২/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast