www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জড় মন (লিপোগ্রাম সনেট)

জগৎ মদ সরবর বহত মদন
টগবগ ধক তব সবল সচল;
কলরব কর কত খড়গ কতল
গঁদ মতন গঠন মৎসর যখন।
সতত বদন কয় গরব কথন
গলদ গরজ শত যত কদ বল;
হত নত শম দম ভগ পদতল
ভগবন নমঃ নমঃ মরণ ভজন।
চরম চপল মন ঘন ঘন মম
সঙ ঢক ঝকমক নঞ দঢ় ডর;
টলমল খল ধড় যশ বশ হয়।
গদ গদ জবড়জং খটমট সম
ষড় শঠ জড় ছল সফর যবর;
ভরম ভরণ তর তমঃ ঘন রয়।


কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য


পেত্রাকীয় সনেট (লিপোগ্রাম):
কখখক:কখখক::গঘঙগঘঙ।
লিপোগ্রাম হল এমন এক প্রকার সাহিত্য, যেখানে নির্দিষ্ট কোনো বর্ণ বা বর্ণগুচ্ছকে ব্যবহার না করে সাহিত্য রচনা করাকে বোঝায়।
উপরোক্ত কবিতায় বাংলা স্বরবর্ণমালা ১১টি সম্পূর্ণ ব্যতি রেখে বাকি ব্যঞ্জন বর্ণের ৩৯ টি বর্ণ দিয়েই রচিত হয়েছে। যেখানে কোনো প্রকার স্বরবর্ণ বা এমন কি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ-কার পর্যন্ত ব্যবহার করা হয়নি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast