অপেক্ষা
অপেক্ষা...
‘আমি চাই বক্তৃতা নয়, কবিতা বলুন কন্ঠ ভরে’-কবীর সুমন
বুঝতে বুঝতে নক্ষত্র হতে পারি, কেবল আমরাই মানুষ
আমাদের নদী, আমাদের-ই চর, আমরাই বুড়ো শিব
অথচ কাঁখের কলস ঘরণীর খোঁজে আজন্ম সন্ন্যাসী
টাওয়ারের কাঁধে লাল আলো দেখে নিজেকেই খুঁজে নেয়।
স্বভাব কোমল মঞ্চের নীচে তীক্ষ্ণ ফলা –আমরাই মানুষ
আমার-ই পাথরে-মাটিতে অহিংস নাগরিক জন্ম নেয়
হরিধ্বনি মিছিলে পরিত্রাণ খুঁজে পায় কুমারী বয়ঃসন্ধি
দু হাত বাড়িয়ে মানুষ পাই না শুধু, গনিকা পোষ্টার।
তোমার-ই হাতে আকাশ বন্ধু, দেবতাও বিভাজিত
একত্রিত সমস্ত ধুন্ধুমার, সামলে রেখো ঘরবাড়ি
পারিজাত হাতে ছুটে চলে এসো, দুহাতে প্রদীপ
আলোকিত হোক মত বিনিময়, ভোটার অভিশাপ।
নির্বাচনী কীর্তির নব স্বাদ, ঘরে ঘরে গোলাপতুবড়ি –
বয়ে আনো ,অপেক্ষার তৃষিত দেবতা মুগ্ধ হবে
তোমাদের শানিত পাহারে ছেঁটে দিক স্নিগ্ধ চাল
আমরাও চেয়ে আছি মানুষের নবান্নের দিকে...
‘আমি চাই বক্তৃতা নয়, কবিতা বলুন কন্ঠ ভরে’-কবীর সুমন
বুঝতে বুঝতে নক্ষত্র হতে পারি, কেবল আমরাই মানুষ
আমাদের নদী, আমাদের-ই চর, আমরাই বুড়ো শিব
অথচ কাঁখের কলস ঘরণীর খোঁজে আজন্ম সন্ন্যাসী
টাওয়ারের কাঁধে লাল আলো দেখে নিজেকেই খুঁজে নেয়।
স্বভাব কোমল মঞ্চের নীচে তীক্ষ্ণ ফলা –আমরাই মানুষ
আমার-ই পাথরে-মাটিতে অহিংস নাগরিক জন্ম নেয়
হরিধ্বনি মিছিলে পরিত্রাণ খুঁজে পায় কুমারী বয়ঃসন্ধি
দু হাত বাড়িয়ে মানুষ পাই না শুধু, গনিকা পোষ্টার।
তোমার-ই হাতে আকাশ বন্ধু, দেবতাও বিভাজিত
একত্রিত সমস্ত ধুন্ধুমার, সামলে রেখো ঘরবাড়ি
পারিজাত হাতে ছুটে চলে এসো, দুহাতে প্রদীপ
আলোকিত হোক মত বিনিময়, ভোটার অভিশাপ।
নির্বাচনী কীর্তির নব স্বাদ, ঘরে ঘরে গোলাপতুবড়ি –
বয়ে আনো ,অপেক্ষার তৃষিত দেবতা মুগ্ধ হবে
তোমাদের শানিত পাহারে ছেঁটে দিক স্নিগ্ধ চাল
আমরাও চেয়ে আছি মানুষের নবান্নের দিকে...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৬/০১/২০২০অতি সুন্দর রচনা ।
-
হাসান ইবনে নজরুল ০৭/১১/২০১৯বাহ চমৎকার
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ০৭/১১/২০১৯অনেকদিন পর এরকম একটা কবিতা পেলাম!
-
স্বপন গায়েন ০৬/১১/২০১৯চমৎকার