দুটি কথা
অতঃপর দুটি কথা বলতে হল
না বললেই নয়,
এই আমি অনেক পুরানো জঞ্জাল
ঠিকানাহীন গন্তব্যে যার পথচলা
পথহারা দিগন্তে অলীক স্বপ্নবাস
ঠিক তখন আমার মেঘাচ্ছন্ন আকাশে
স্বপ্নে দেখা নীলপাখিটি হঠাৎ হাজির হল
সাদা সাদা পালকগুলো মেলতেই
হিমেল বাতাসে শীতল হৃদয়
আর তার দলে অসংখ্য স্বর্ণখোচিত তারকারাজি
অতঃপর তারকারা আমায় আলো দিল
আমি আবার আলোকিত হলাম
তাইতো দুটি কথা না বললেই নয়
আমার ভগ্নদশা কবিত্বে অগ্নিবাণ জ্বালিয়ে
আমার বেঁচে থাকার স্বপ্ন দেখালো
মোংলাসাহিত্য পরিষদ ও তার সভ্যবৃন্দ
আজ আমি যা তা তাদের প্রাপ্য
যারা নিভু নিভু প্রদীপে রসদ জোগালো
বিকালের লাল আকাশে উজ্জ্বল আভা
এটা কম কথা নয়
অতঃপর দুটি কথা তাই বলতে হল।
না বললেই নয়,
এই আমি অনেক পুরানো জঞ্জাল
ঠিকানাহীন গন্তব্যে যার পথচলা
পথহারা দিগন্তে অলীক স্বপ্নবাস
ঠিক তখন আমার মেঘাচ্ছন্ন আকাশে
স্বপ্নে দেখা নীলপাখিটি হঠাৎ হাজির হল
সাদা সাদা পালকগুলো মেলতেই
হিমেল বাতাসে শীতল হৃদয়
আর তার দলে অসংখ্য স্বর্ণখোচিত তারকারাজি
অতঃপর তারকারা আমায় আলো দিল
আমি আবার আলোকিত হলাম
তাইতো দুটি কথা না বললেই নয়
আমার ভগ্নদশা কবিত্বে অগ্নিবাণ জ্বালিয়ে
আমার বেঁচে থাকার স্বপ্ন দেখালো
মোংলাসাহিত্য পরিষদ ও তার সভ্যবৃন্দ
আজ আমি যা তা তাদের প্রাপ্য
যারা নিভু নিভু প্রদীপে রসদ জোগালো
বিকালের লাল আকাশে উজ্জ্বল আভা
এটা কম কথা নয়
অতঃপর দুটি কথা তাই বলতে হল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৮/২০১৯ভালো।
-
পি পি আলী আকবর ০৫/০৮/২০১৯বেশ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/০৮/২০১৯বেশ লাগল