কবিতা- প্রেয়সী
কেন অযথা
যথা তথা নানা কথা বুঝিনা,
কেন মন
সেই জন ছাড়া কিছু খোঁজেনা।
তারে বিনা
মন কিনা যায় যায় করেনা,
তারে ছাড়া
ঘর হারা জীবিকায় মন বসেনা।
কত কথা
যথা তথা বলা তবে সাজেনা,
যত কথা
বলা হয় তত কিন্তু বাঁজেনা।
তুমি হীন
আমি দীন এসে কেন পড়না,
পথ চেয়ে
একা একা দেখা কেন তবে ধরনা।
জীর্ণ দেহখানি
শেষ হবে জানি তুমিহীন হবে তা ভাবিনা,
যা হয় হোক তবে
সঙ্গে যদি তুমি রবে বেশি দাবি রাখিনা।
তাই যদি হয়
এত কেন ভয় শত শত হায়েনার আনাগোনায়,
আসুক না তারা
যবে রবে তুমি করিনা ভয় লক্ষ-কোটি বিড়ম্বনায়।
যথা তথা নানা কথা বুঝিনা,
কেন মন
সেই জন ছাড়া কিছু খোঁজেনা।
তারে বিনা
মন কিনা যায় যায় করেনা,
তারে ছাড়া
ঘর হারা জীবিকায় মন বসেনা।
কত কথা
যথা তথা বলা তবে সাজেনা,
যত কথা
বলা হয় তত কিন্তু বাঁজেনা।
তুমি হীন
আমি দীন এসে কেন পড়না,
পথ চেয়ে
একা একা দেখা কেন তবে ধরনা।
জীর্ণ দেহখানি
শেষ হবে জানি তুমিহীন হবে তা ভাবিনা,
যা হয় হোক তবে
সঙ্গে যদি তুমি রবে বেশি দাবি রাখিনা।
তাই যদি হয়
এত কেন ভয় শত শত হায়েনার আনাগোনায়,
আসুক না তারা
যবে রবে তুমি করিনা ভয় লক্ষ-কোটি বিড়ম্বনায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ২৬/১০/২০১৯সুন্দর!!
-
মেহেদী হাসান (নয়ন) ১৮/০৭/২০১৯ভাল
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৭/২০১৯কবিতা ভালোবাসি।
-
ন্যান্সি দেওয়ান ১৭/০৭/২০১৯Darun.
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/০৭/২০১৯বেশ লিখলেন