হৃদয় নাচেরে
চটপটি আর মটরশুটি
তোরাই তবে বল,
উথাল - পাথাল হৃদয় কেন নাচেরে,
আঁখিদুটি মোর নিদ্রাচ্ছন্ন আজি
কুড়েঘরখানিতে সারেগামা সুর বাজেরে।
ঐ দেখ ঐ
গুল্ম লতায়-পাতায় ঝরে জল,
বাঁশবাগানে কিসের যেন সুর
টপ-টপাটপ,
কিচির মিচির শব্দ তোলে
ডানাভেজা পাখির দল,
বক-শালিক আর ফিঙে
ঝাপটে ডানাগুলি
ঝিঁঝিপোকার খোঁজে বটতলায়,
পাড়ার দূরন্ত বালকেরা
গোল-গোল-গোল শেষে
পুকুরের ঘোলা পানিতে জলকেলিতে মত্ত ,
বাদল ধারা বহিছে আজিরে।
আজ তবে বর্ষা এলোরে।
টাপুর টুপুর শব্দে
বর্ষা এলো বঙ্গাব্দে
উযান টানে হৃদয় নাচেরে।
তোরাই তবে বল,
উথাল - পাথাল হৃদয় কেন নাচেরে,
আঁখিদুটি মোর নিদ্রাচ্ছন্ন আজি
কুড়েঘরখানিতে সারেগামা সুর বাজেরে।
ঐ দেখ ঐ
গুল্ম লতায়-পাতায় ঝরে জল,
বাঁশবাগানে কিসের যেন সুর
টপ-টপাটপ,
কিচির মিচির শব্দ তোলে
ডানাভেজা পাখির দল,
বক-শালিক আর ফিঙে
ঝাপটে ডানাগুলি
ঝিঁঝিপোকার খোঁজে বটতলায়,
পাড়ার দূরন্ত বালকেরা
গোল-গোল-গোল শেষে
পুকুরের ঘোলা পানিতে জলকেলিতে মত্ত ,
বাদল ধারা বহিছে আজিরে।
আজ তবে বর্ষা এলোরে।
টাপুর টুপুর শব্দে
বর্ষা এলো বঙ্গাব্দে
উযান টানে হৃদয় নাচেরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ০৪/০৭/২০১৯বরিষে বৃষ্টি শুভেচ্ছা রাখলাম
-
মুন্সি আব্দুল কাদির ০২/০৭/২০১৯ভসল লাগল কবি
-
শান্ত চৌধুরী ০২/০৭/২০১৯চমৎকার লিখা...