নিরুত্তাপ প্রশ্ন জাগে
কে যেন বললে মোরে
ক্ষীণকাল অপেক্ষা কর
হয়তো তোমার জন্যই মুই
আজও চণ্ডীদাস।
তবে কি আর রক্ষে হলো
মোর ভবঘুরে জীবটাতে?
ঈষাণকোণে কালোমেঘের মাঝথেকে
ফিনকি হাসি দিলো বলে
হস্তদন্ত মুই।
অযথা প্রশ্নবাণে বিদ্ধ হলেম
কোন ভাগাড়ে কবিত্বহরণে ব্যাস্ত ছিলে তুমি?
নিরুত্তাপ লেখনিতে প্রতিউত্তরে মুই
চোখের জলাধারের উপচে পড়া স্রোত।
আমি চিৎকার করে বলতে চেয়েছি
বলতে চাই , চাইবো বহুকাল
ছিলেম তোমাতে ঐ কালাতে মিশে
তুমি ডাকলে ঘুম ভাঙলো এবার।
অভিযোগ নাই তব মনে
তবু প্রশ্ন জাগে নিরুত্তাপ জবাব
এতকাল কোথা ছিলে ভঙ্গদশী?
তবপ্রত্যাশে বিকটজলাপ্রান্তে বসে ছিলেম মুই।
ক্ষীণকাল অপেক্ষা কর
হয়তো তোমার জন্যই মুই
আজও চণ্ডীদাস।
তবে কি আর রক্ষে হলো
মোর ভবঘুরে জীবটাতে?
ঈষাণকোণে কালোমেঘের মাঝথেকে
ফিনকি হাসি দিলো বলে
হস্তদন্ত মুই।
অযথা প্রশ্নবাণে বিদ্ধ হলেম
কোন ভাগাড়ে কবিত্বহরণে ব্যাস্ত ছিলে তুমি?
নিরুত্তাপ লেখনিতে প্রতিউত্তরে মুই
চোখের জলাধারের উপচে পড়া স্রোত।
আমি চিৎকার করে বলতে চেয়েছি
বলতে চাই , চাইবো বহুকাল
ছিলেম তোমাতে ঐ কালাতে মিশে
তুমি ডাকলে ঘুম ভাঙলো এবার।
অভিযোগ নাই তব মনে
তবু প্রশ্ন জাগে নিরুত্তাপ জবাব
এতকাল কোথা ছিলে ভঙ্গদশী?
তবপ্রত্যাশে বিকটজলাপ্রান্তে বসে ছিলেম মুই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৪/২০১৯ভালো।
-
নাসরীন আক্তার রুবি ০১/০৪/২০১৯অসাধারণ কবিতা
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/০৪/২০১৯Nice
-
আগুন পাখি ০১/০৪/২০১৯সরল প্রকাশ ভালো লাগলো।