www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিরুত্তাপ প্রশ্ন জাগে

কে যেন বললে মোরে
ক্ষীণকাল অপেক্ষা কর
হয়তো তোমার জন্যই মুই
আজও চণ্ডীদাস।

তবে কি আর রক্ষে হলো
মোর ভবঘুরে জীবটাতে?
ঈষাণকোণে কালোমেঘের মাঝথেকে
ফিনকি হাসি দিলো বলে
হস্তদন্ত মুই।

অযথা প্রশ্নবাণে বিদ্ধ হলেম
কোন ভাগাড়ে কবিত্বহরণে ব্যাস্ত ছিলে তুমি?
নিরুত্তাপ লেখনিতে প্রতিউত্তরে মুই
চোখের জলাধারের উপচে পড়া স্রোত।

আমি চিৎকার করে বলতে চেয়েছি
বলতে চাই , চাইবো বহুকাল
ছিলেম তোমাতে ঐ কালাতে মিশে
তুমি ডাকলে ঘুম ভাঙলো এবার।

অভিযোগ নাই তব মনে
তবু প্রশ্ন জাগে নিরুত্তাপ জবাব
এতকাল কোথা ছিলে ভঙ্গদশী?
তবপ্রত্যাশে বিকটজলাপ্রান্তে বসে ছিলেম মুই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৩/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast