মোংলা সাহিত্য পরিষদ
ইশারায় তোমার যৌবন বলিরেখা
হৃদয়ে চকচক আগমনী
আমি মুগ্ধ আমি বিমোহিত আমি নব যৌবনদীপ্ত
আমি অনুপ্রাণিত তোমার দিগন্তের লাল আভাতে।
আমি উচ্ছসিত তোমার চাহনিতে
নেশা ধরলো সবে
প্রেম বারতায় বুধ হয়েছি তোমার
হারানো দিনের ক্লান্তি ফেলেছি দুরে
তুমিই দেখালে নতুন দিগন্ত অচেনা পারের কথা
মোর কানে কানে কে যেন শোনালো
এসো আবার জলকেলি খেলি।
যদি এভাবে তোমাতে আমাতে হয় মাখামাখি
বোতলভরা ভালোবাসার নির্যাস পান করব বলে রাখি
সবে মিলি ধরবো গান অচীনপুরের পরে
মোরে যদি করো অবহেলা আমি বাসিব ভালো তোরে
শতজনমে করেছি পূর্ণ সে কর্মলাগি
আমার মাঝে তোমাপ্রেম ফুল ফুটলো
আমি উচ্ছসিত তুমি আবার তাই
তোমারই প্রেমভরা ভালোবাসায়।
ওহে মোংলা সাহিত্য পরিষদ
তুমি আছো, থাকবে সদা বহমান নশ্বর এ ধরাতলে
তোমাতে আমাতে মাখামাখি দেখে যেন
হিংসুক পেঁচা জ্বলে।
হৃদয়ে চকচক আগমনী
আমি মুগ্ধ আমি বিমোহিত আমি নব যৌবনদীপ্ত
আমি অনুপ্রাণিত তোমার দিগন্তের লাল আভাতে।
আমি উচ্ছসিত তোমার চাহনিতে
নেশা ধরলো সবে
প্রেম বারতায় বুধ হয়েছি তোমার
হারানো দিনের ক্লান্তি ফেলেছি দুরে
তুমিই দেখালে নতুন দিগন্ত অচেনা পারের কথা
মোর কানে কানে কে যেন শোনালো
এসো আবার জলকেলি খেলি।
যদি এভাবে তোমাতে আমাতে হয় মাখামাখি
বোতলভরা ভালোবাসার নির্যাস পান করব বলে রাখি
সবে মিলি ধরবো গান অচীনপুরের পরে
মোরে যদি করো অবহেলা আমি বাসিব ভালো তোরে
শতজনমে করেছি পূর্ণ সে কর্মলাগি
আমার মাঝে তোমাপ্রেম ফুল ফুটলো
আমি উচ্ছসিত তুমি আবার তাই
তোমারই প্রেমভরা ভালোবাসায়।
ওহে মোংলা সাহিত্য পরিষদ
তুমি আছো, থাকবে সদা বহমান নশ্বর এ ধরাতলে
তোমাতে আমাতে মাখামাখি দেখে যেন
হিংসুক পেঁচা জ্বলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/০৩/২০১৯মোংলা তো আমার পাশেই।
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৩/২০১৯ভালো।