www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মোংলা সাহিত্য পরিষদ

ইশারায় তোমার যৌবন বলিরেখা
হৃদয়ে চকচক আগমনী
আমি মুগ্ধ আমি বিমোহিত আমি নব যৌবনদীপ্ত
আমি অনুপ্রাণিত তোমার দিগন্তের লাল আভাতে।

আমি উচ্ছসিত তোমার চাহনিতে
নেশা ধরলো সবে
প্রেম বারতায় বুধ হয়েছি তোমার
হারানো দিনের ক্লান্তি ফেলেছি দুরে
তুমিই দেখালে নতুন ‍দিগন্ত অচেনা পারের কথা
মোর কানে কানে কে যেন শোনালো
এসো আবার জলকেলি খেলি।

যদি এভাবে তোমাতে আমাতে হয় মাখামাখি
বোতলভরা ভালোবাসার নির্যাস পান করব বলে রাখি
সবে মিলি ধরবো গান অচীনপুরের পরে
মোরে যদি করো অবহেলা আমি বাসিব ভালো তোরে
শতজনমে করেছি পূর্ণ সে কর্মলাগি
আমার মাঝে তোমাপ্রেম ফুল ফুটলো
আমি উচ্ছসিত তুমি আবার তাই
তোমারই প্রেমভরা ভালোবাসায়।

ওহে মোংলা সাহিত্য পরিষদ
তুমি আছো, থাকবে সদা বহমান নশ্বর এ ধরাতলে
তোমাতে আমাতে মাখামাখি দেখে যেন
হিংসুক পেঁচা জ্বলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৩/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast