অদেখা স্বপ্ন
মোর স্বপ্নের ঘোর কেটে গেলো
তোমার বিহনে হৃদয়ের ললাটে অংকিত আচড়খানি
বিমর্ষ রিক্ত নিঃস্ব হলো বলে।
কুয়াশায় ঢাকা সকালটুকু কেবল
ভোর হতে শুরু করলো
পূব আকাশে সূর্যমামা লালিমা বিছাতে ব্যস্ত
শীত উপেক্ষা করে একঝাঁক শালিকের কিচিরমিচির
তন্দ্রাচ্ছন্ন চোখে দেখা স্বপ্ন
হঠাৎ পেঁচার আগমনে বিলুপ্তপ্রায়
যদি চলেই যাবে তবে কেন এলে?
মোরা কজন
তোমার সান্নিধ্যে আলোর খোজে
হয়তো বাস্তব হতো মোর স্বপ্নখানি
যা দেখেছিলাম কোন এক রাতে
ঘুটঘটে অন্ধকারের মাঝে আলোকরশ্মি হয়ে
ভেঙ্গে যদি যাবে কেন তবে এলে হঠাৎ
তাতেই মোর স্বপ্নের ঘোর কেটে গেলো।
তোমার বিহনে হৃদয়ের ললাটে অংকিত আচড়খানি
বিমর্ষ রিক্ত নিঃস্ব হলো বলে।
কুয়াশায় ঢাকা সকালটুকু কেবল
ভোর হতে শুরু করলো
পূব আকাশে সূর্যমামা লালিমা বিছাতে ব্যস্ত
শীত উপেক্ষা করে একঝাঁক শালিকের কিচিরমিচির
তন্দ্রাচ্ছন্ন চোখে দেখা স্বপ্ন
হঠাৎ পেঁচার আগমনে বিলুপ্তপ্রায়
যদি চলেই যাবে তবে কেন এলে?
মোরা কজন
তোমার সান্নিধ্যে আলোর খোজে
হয়তো বাস্তব হতো মোর স্বপ্নখানি
যা দেখেছিলাম কোন এক রাতে
ঘুটঘটে অন্ধকারের মাঝে আলোকরশ্মি হয়ে
ভেঙ্গে যদি যাবে কেন তবে এলে হঠাৎ
তাতেই মোর স্বপ্নের ঘোর কেটে গেলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১১/০২/২০১৯বেশ!
-
সেখ আক্তার হোসেন ১১/০২/২০১৯এবার ঠিক দেখতে পাবেন
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/০২/২০১৯valo