www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শীতল আত্ননাদ

চামচিকা হঠাৎ আচমকা চমকে উঠলো
কেন জানি মনটাও তাই
এবড়োথেবড়ো অন্ধকার তবু দেখা যাচ্ছে চামচিকা
মনে হয় যদি একবার ধরতে পারতাম
লাল রক্তের কালচে আবরণটা পরখ করতাম
চামচিকার চিৎকার
কার ভালো লাগে আমার তো নয়।

অন্ধচোখগুলো কানা হয়ে গেলো
তাই দেখতে পায় না চামচিকার দাতগুলো
অনুভবে বুঝতে চাই কতটা হিংস্র
দেখতে চাই না তবু
মালতি বনে সন্ধে নেমে এলো
বাসরের মিহিগন্ধের মিষ্টবাতাস বন্ধ হলো হঠাৎ
চোখদুটো বন্ধকরে বিশ্রী অন্ধকারে পথচলা।

কান্নায় বুক ফেটে যায়
নিঃশব্দে পথচলা চামচিকার ঘুম ভাঙ্গার ভয়ে
ঘরের সদর দরজার পাশদিয়ে বাতাস বের হবার উপক্রম
তবু ক্রন্দন থামেনা তার
কেন জানেন?
একদল চামচিকার শব্দ যেন আর না শুনতে হয়
ধর্ষিত হতে রাজি
কিন্তু চামচিকার কিচিরমিচির শব্দ যেন না শুনতে হয়
তাই চোখবুজে ঘুমের অভিনয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast