www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভঙ্গস্বপ্ন

সেদিন লেবুতলা আর বুজতলা
দুটোকেই এক ভেবেছিলাম
বুঝতে পারিনি তাই
তোমাকে না পাওয়ার যন্ত্রণায় কাতর মানুষগুলোকে
চিনতে পারিনি
কেন এত বিষন্নতা সবার চোখেমুখে?
যদি জানতাম কদমতলার কবিতা হৃদয়হীনা
শুকনো চিড়ার মতো গলায় আটকিয়ে যায়
তবে আমি কিন্তু বুজতলায় যেতাম না
লেবুতলায় বসে আমার সুরেলা হেড়ে গলায় গান ধরতাম
নীতিবাক্য শ্রবণে কর্ণ ঝালাপালা
ডালপালা মেলেছে কত বুকে
অথচ একই শব্দের পুনরাবৃত্তি ঘটতে চলেছে
নাই নাই নাই
কতবার আর একথা বলবো তোমায়
করার আগে ভাববার সময় কোথায়?
কেন এই রাতজাগা যন্ত্রণা?
ফালতু জীবনের কাহিনী
কতবার একই নাট্যমঞ্চে অভিনীত হবে তা জানিনা
কার কথা বলছি
কারণ আমি একজন নাম না জানা প্রাণি
ভঙ্গুর স্বাধীনতায় বিশ্বাসী
যা দিবে যা দিলো তা নিয়ে তা পেয়েই বলতে হবে
ভালো খুব ভালো জয় হোক মানবতার
কি বকবক করছেন?
এটা আপনার সাথে যায় না
আপনাকে চলতে হবে শিখাতে হবে সৃষ্টি করতে হবে
কে দিলো কি দিলো কতটুকু দিলো
এতসব হিসাব আপনার নয়
ওটা পরিসংখ্যান কিংবা হিসাবরক্ষণ কর্মকর্তার
আপনি কে হিসাব রাখার?
আপনি তো অবলা প্রাণি
শিক্ষক।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast