আবর্জনা
যদি মনে হয় কখনো তোমার
আমি জীবনে তোমার টিউমার
তবে কেটে বাদ দিও
অযথা অপাংতেয় বহনের কি প্রয়োজন?
যদি মনে হয় কখনো তোমার
সংসারের আবর্জনা আমি
তবে ঝাটা দিয়ে বিদায় করিও
অযথা ঝামেলা ধরে রাখার কি দরকার?
যদি মনে হয় কখনো তোমার
আমি তোমার মাথার পাকা চুল
একটানে তুলে ফেলে দিও
অযথা সৌন্দর্য নষ্ট করার কি দরকার?
যদি মনে হয় কখনো তোমার
আমি লিখিত খাতার শেষ পাতা
তবে তাতে আর লিখবার কি দরকার
ছিড়ে ফেলে দিও
অযথা মলিন পাতাতে লিখে হাত নষ্ট
কেন জানি মনে হয়
আমি জীবনে তোমার
শেষ কষ্ট।
আমি জীবনে তোমার টিউমার
তবে কেটে বাদ দিও
অযথা অপাংতেয় বহনের কি প্রয়োজন?
যদি মনে হয় কখনো তোমার
সংসারের আবর্জনা আমি
তবে ঝাটা দিয়ে বিদায় করিও
অযথা ঝামেলা ধরে রাখার কি দরকার?
যদি মনে হয় কখনো তোমার
আমি তোমার মাথার পাকা চুল
একটানে তুলে ফেলে দিও
অযথা সৌন্দর্য নষ্ট করার কি দরকার?
যদি মনে হয় কখনো তোমার
আমি লিখিত খাতার শেষ পাতা
তবে তাতে আর লিখবার কি দরকার
ছিড়ে ফেলে দিও
অযথা মলিন পাতাতে লিখে হাত নষ্ট
কেন জানি মনে হয়
আমি জীবনে তোমার
শেষ কষ্ট।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ব্লগার মাহমুদুর রহমান ১৫/১২/২০১৮ভালো কবিতা।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/১২/২০১৮shundor
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৪/১২/২০১৮অসাধারণ
-
সাইয়িদ রফিকুল হক ১৩/১২/২০১৮টিউমার না রাখাই ভালো।
-
সাইদ খোকন নাজিরী ১৩/১২/২০১৮মনে হলেই হবে।কইলজার মধ্যে গাঁথি রাকুম।