ভ্রম
যদি জানতাম
তুমি পদ্মপাতার শিশিরের ন্যায় ক্ষণস্থায়ী
সূর্যের আলোতে বিলিন
তবে কি আর এমন ভূল করতাম
যদি জানতাম
তুমি রাতের আঁধারের ন্যায় অস্পৃশ্য
ছোয়া যায় না শুধু অনুভবে
তবে কি আর অযথা সময়ের কাজ অসময়ে করতাম
যদি জানতাম
তুমি অস্তমিত সূর্যের ন্যায় তাপহীন
তবে তোমাতে আর এত ভরসা করতাম
তুমি পদ্মপাতার শিশিরের ন্যায় ক্ষণস্থায়ী
সূর্যের আলোতে বিলিন
তবে কি আর এমন ভূল করতাম
যদি জানতাম
তুমি রাতের আঁধারের ন্যায় অস্পৃশ্য
ছোয়া যায় না শুধু অনুভবে
তবে কি আর অযথা সময়ের কাজ অসময়ে করতাম
যদি জানতাম
তুমি অস্তমিত সূর্যের ন্যায় তাপহীন
তবে তোমাতে আর এত ভরসা করতাম
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/১২/২০১৮shundor
-
দীপক কুমার সরকার ০৮/১২/২০১৮বেশ ভালো লেগেছে কবি।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৫/১২/২০১৮ভাবনা অনন্য।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৫/১২/২০১৮দারুণ