আজও হয়নি তেমন করে
ভাবতাম,
কোন একদিন আকাশনীলে উড়িয়ে দিবো পাখা
সাতসমুদ্র তের নদী করবো পার
অশান্ত দিগন্তের ওপারে
গলা উচু করে দেখবো খুব খুব
দিনের আলোতে রাতের কষ্টকে বুঝবো
বিকাল হতেই রোদের আভা মুঠো করে ছুটবো মাঠে
তোমার সান্নিধ্যে জীবনের বাকিটাকে ধরে
আজও হয়নি তেমন করে।
ভাবতাম,
পাহাড়ের চুড়ায় ছবি উড়াবো
উঠন্ত সূর্যের পড়ন্ত আভায় লালপাড় খুজবো
দিন ও সন্ধ্যার মিলনের সুখে অভিভূত হব
সময়ের অযথা বিড়ম্বনা থাকবে না জীবনে
ঠিক সন্ধ্যালগ্নে
হাতে রেখে হাত ফিরবো এপারে
আজও হয়নি তেমন করে।
ক্লান্ত শরীরের কুৎসিত কান্না
আর ভাল্লাগে না
স্বপ্নের সিড়ির স্যাতসেতে রুদ্ররুপ
অযথা ক্রন্দন কঠিন চাপা কান্না
হুড়মুড় ভেঙ্গেপড়া জীবনের শব্দখানি
ঘুম কেড়ে নেয়
আর কতকাল এভাবে
ফালতু পথচলা
সুখ সুখ অভিনয় ছেড়ে মুক্ত হাওয়া
শুধুই উপহার নিরন্তর সুখি জীবনটারে
আজও হয়নি তেমন করে।
কোন একদিন আকাশনীলে উড়িয়ে দিবো পাখা
সাতসমুদ্র তের নদী করবো পার
অশান্ত দিগন্তের ওপারে
গলা উচু করে দেখবো খুব খুব
দিনের আলোতে রাতের কষ্টকে বুঝবো
বিকাল হতেই রোদের আভা মুঠো করে ছুটবো মাঠে
তোমার সান্নিধ্যে জীবনের বাকিটাকে ধরে
আজও হয়নি তেমন করে।
ভাবতাম,
পাহাড়ের চুড়ায় ছবি উড়াবো
উঠন্ত সূর্যের পড়ন্ত আভায় লালপাড় খুজবো
দিন ও সন্ধ্যার মিলনের সুখে অভিভূত হব
সময়ের অযথা বিড়ম্বনা থাকবে না জীবনে
ঠিক সন্ধ্যালগ্নে
হাতে রেখে হাত ফিরবো এপারে
আজও হয়নি তেমন করে।
ক্লান্ত শরীরের কুৎসিত কান্না
আর ভাল্লাগে না
স্বপ্নের সিড়ির স্যাতসেতে রুদ্ররুপ
অযথা ক্রন্দন কঠিন চাপা কান্না
হুড়মুড় ভেঙ্গেপড়া জীবনের শব্দখানি
ঘুম কেড়ে নেয়
আর কতকাল এভাবে
ফালতু পথচলা
সুখ সুখ অভিনয় ছেড়ে মুক্ত হাওয়া
শুধুই উপহার নিরন্তর সুখি জীবনটারে
আজও হয়নি তেমন করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৫/১২/২০১৮আপনিও অনেক সুন্দর কবিতা লিখেন
-
সাজ্জাদ শাহরিয়ার শাওন ১৮/১১/২০১৮সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ১৭/১১/২০১৮সুন্দর-ভাবনা।
-
মনিরুজ্জামান/জীবন ১৭/১১/২০১৮চমৎকার লেখা
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/১১/২০১৮দারুন লিখেছেন