অভিমান
বললো- চলো যায়,
বললাম- যাব না, কেন যাব?
তুমি প্রশ্ন করনি আর একাকি চলে গেলে,
মনে হলো আমি অপাংতেয়,
সমাজ-সংসারে বেমানান।
তখন ছাত্র ছিলাম
তুমি বলেছিলে চাকরি তোমার পছন্দ
তুমি বলেছিলে শিক্ষক হও, হলাম তাই।
আমি বলেছিলাম ব্যবসা
তাতে তোমার সায় মেলেনি
আমি আজ শিক্ষক
অথচ তোমার মন ভরেনি
সম্পদ-টাকা-অলংকার প্রিয়
আমি নই,
টাকা যেখানে মুখ্য, স্বামী গৌন,
অলংকারের তুলনায় কমদামী।
অর্থ যেখানে মাপকাঠি
সেখানে স্বামীর সম্মান কোথায়?
অবস্থান অন্তসারশুন্য।
বলেছিলো- ভালোবাসি, ভালোবাসবো,
কথা রাখেনি।
টাকা-ধন-দৌলত-অলংকার
সবার চেয়ে কম দামী
তাই যেতে পারলাম না
গেলাম না তার সাথে ঐখানে
তার জন্মসূতা গাঁথা।
বললাম- যাব না, কেন যাব?
তুমি প্রশ্ন করনি আর একাকি চলে গেলে,
মনে হলো আমি অপাংতেয়,
সমাজ-সংসারে বেমানান।
তখন ছাত্র ছিলাম
তুমি বলেছিলে চাকরি তোমার পছন্দ
তুমি বলেছিলে শিক্ষক হও, হলাম তাই।
আমি বলেছিলাম ব্যবসা
তাতে তোমার সায় মেলেনি
আমি আজ শিক্ষক
অথচ তোমার মন ভরেনি
সম্পদ-টাকা-অলংকার প্রিয়
আমি নই,
টাকা যেখানে মুখ্য, স্বামী গৌন,
অলংকারের তুলনায় কমদামী।
অর্থ যেখানে মাপকাঠি
সেখানে স্বামীর সম্মান কোথায়?
অবস্থান অন্তসারশুন্য।
বলেছিলো- ভালোবাসি, ভালোবাসবো,
কথা রাখেনি।
টাকা-ধন-দৌলত-অলংকার
সবার চেয়ে কম দামী
তাই যেতে পারলাম না
গেলাম না তার সাথে ঐখানে
তার জন্মসূতা গাঁথা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১১/১১/২০১৮মুগ্ধকর কবিতা
-
এনামুল হক পাইলট ১০/১১/২০১৮বাহ!