তুমি না ডাকলে
তুমি না ডাকলে কি হবে?
তোমার ঐ কালো চুলের মায়াবী ডাক
পাগল প্রায় মন আমার।
দুষ্টু হাওয়ায় কোমল পরশে পাপড়ির মতো উড়ে বেড়ায়
মোর হৃদয়ে সকল দুয়ার খুলি প্রেম পিপাসা বেড়ে যায়
তুমি না ডাকলে আমায়
তোমার লম্বা চুলগুলো প্রেম বারতা জানায়।
তোমার হাসি যেন ঝরণাধারা
কথায় ঝরে মুক্ত
চাহনি তোমার বুবুক্ষা যুবকের নেশাধরা মহাবাণ
মহাপ্রেম অনন্ত সুধা।
তোমার ঐ কালো চুলের মায়াবী ডাক
পাগল প্রায় মন আমার।
দুষ্টু হাওয়ায় কোমল পরশে পাপড়ির মতো উড়ে বেড়ায়
মোর হৃদয়ে সকল দুয়ার খুলি প্রেম পিপাসা বেড়ে যায়
তুমি না ডাকলে আমায়
তোমার লম্বা চুলগুলো প্রেম বারতা জানায়।
তোমার হাসি যেন ঝরণাধারা
কথায় ঝরে মুক্ত
চাহনি তোমার বুবুক্ষা যুবকের নেশাধরা মহাবাণ
মহাপ্রেম অনন্ত সুধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাহুল শীল(হুসবসার) ০৬/১১/২০১৮বেশ ভালো লিখলে
-
ইবনে মিজান ০৫/১১/২০১৮ঘুরেফিরে বটতলা!
-
সাইয়িদ রফিকুল হক ০৪/১১/২০১৮ভালো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/১১/২০১৮চমৎকার