দু’লাইন কবিতা
বুঝলে জোসেফ?
কিভাবে লিখি বলো কবিতা?
যতটুকু রং ছিলো হৃদয়ের উঠানে
কখন যেন হারিয়ে ফেলেছি সবি তা,
শুধু শুন্য কেটলিতে একফোটা জল নিয়ে
অযথা একা একা পথ চলার প্রচেষ্টা
দিগন্তের রং চটা মেঘগুলির
উড়ে চলার প্রতিক্ষায়।
জীবনের কানাগলির ঘুটঘুটে অন্ধকার
হারিয়েছি অনেক স্বপ্নের মেঠোপথ
দুমুঠো ঘাস কুটো লতা পাতা কুড়াতে পারতাম
হলো না তেমন করে জীবনের পাতাটা
শুধু কষ্টের একগুচ্ছ উপহার নিয়ে আমার পথে
হিংসুক দিগন্ত বহমান বাতাস আর পৃথিবীটা।
এতসব রংচটা উপহারের সুবর্ণ খবর দেব বলে
কিন্তু কাকে আর কেনই বা অযথা
সব রংঙের সং সেঁজে মত্ত হয়তো তেমন করে
বলতো কথাটা আমাকেই ধরে কিন্তু না!!
বুঝলে জোসেফ?
তুমি আমার সেরা শিষ্য তুমি-ই বুঝবে
কিভাবে লিখি কবিতা বলো তবে?
শুধু তোমাকে-ই বললাম কথাটা।
কিভাবে লিখি বলো কবিতা?
যতটুকু রং ছিলো হৃদয়ের উঠানে
কখন যেন হারিয়ে ফেলেছি সবি তা,
শুধু শুন্য কেটলিতে একফোটা জল নিয়ে
অযথা একা একা পথ চলার প্রচেষ্টা
দিগন্তের রং চটা মেঘগুলির
উড়ে চলার প্রতিক্ষায়।
জীবনের কানাগলির ঘুটঘুটে অন্ধকার
হারিয়েছি অনেক স্বপ্নের মেঠোপথ
দুমুঠো ঘাস কুটো লতা পাতা কুড়াতে পারতাম
হলো না তেমন করে জীবনের পাতাটা
শুধু কষ্টের একগুচ্ছ উপহার নিয়ে আমার পথে
হিংসুক দিগন্ত বহমান বাতাস আর পৃথিবীটা।
এতসব রংচটা উপহারের সুবর্ণ খবর দেব বলে
কিন্তু কাকে আর কেনই বা অযথা
সব রংঙের সং সেঁজে মত্ত হয়তো তেমন করে
বলতো কথাটা আমাকেই ধরে কিন্তু না!!
বুঝলে জোসেফ?
তুমি আমার সেরা শিষ্য তুমি-ই বুঝবে
কিভাবে লিখি কবিতা বলো তবে?
শুধু তোমাকে-ই বললাম কথাটা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৪/১১/২০১৮তাহলে লিখেই ফেললেন। ভালো হয়েছে