উড়নচণ্ডী
পাতা-লতা-আবর্জনা
সব ধূলায় প্রেমমগ্ন,
ছেড়া চটির বস্তার মাঝেে
একি অপরুপ সৌন্দর্য!
পার্থিব দর্শনে না যায় বুঝা
হৃদয়ের ললাটে অংকিত
চিত্রখানি মোর।
জানতাম যদি তবে
অকুতোভয় জীবনটাকে
পাট শাকের মতো আঁটি বাঁধতাম না,
সজনে ডাটার চড়চড়িতে
জীবনের বাকিটা সময়
অযথা বেঁচতাম না,
আমপাতা কুড়িয়ে জড় করতাম
জীবনের বাকী সৌন্দর্য পুড়াবো বলে,
ঘুটো কুড়িয়ে সময় বৃথায়
ব্যয় করতাম না।
সব ধূলায় প্রেমমগ্ন,
ছেড়া চটির বস্তার মাঝেে
একি অপরুপ সৌন্দর্য!
পার্থিব দর্শনে না যায় বুঝা
হৃদয়ের ললাটে অংকিত
চিত্রখানি মোর।
জানতাম যদি তবে
অকুতোভয় জীবনটাকে
পাট শাকের মতো আঁটি বাঁধতাম না,
সজনে ডাটার চড়চড়িতে
জীবনের বাকিটা সময়
অযথা বেঁচতাম না,
আমপাতা কুড়িয়ে জড় করতাম
জীবনের বাকী সৌন্দর্য পুড়াবো বলে,
ঘুটো কুড়িয়ে সময় বৃথায়
ব্যয় করতাম না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/১১/২০১৮বাহ! সুন্দর