শেখ ফারুক হোসেন
শেখ ফারুক হোসেন-এর ব্লগ
-
জানতাম তুমি আসবে না পাশে থাকবে না অবশেষে
তোমার জন্যে ভোরের শিশির ভেজা প্রান্ত আজ
ধুধু বালুচর শ্মশাণ মরুভূমি
কলিম চাচার আমবাগানে বাঁকানো গাছটি ফল দেয়না [বিস্তারিত] -
১৫ই আগষ্ট তুমি গেছ চলে
হারিয়েছি তোমায় চিরতরে,
ওরা দানবের দল করেছে ধ্বংস
বাংলার সেরা সন্তান। [বিস্তারিত] -
অতঃপর দুটি কথা বলতে হল
না বললেই নয়,
এই আমি অনেক পুরানো জঞ্জাল
ঠিকানাহীন গন্তব্যে যার পথচলা [বিস্তারিত] -
খোলা ডাষ্টবিন নাকে রুমাল
ছি ছি রব পড়ে যায় চারদিক,
অথচ তার উপর নির্ভর করে চলে কতশত প্রাণী-মানুষ
যারা পথের পাশের ঐ ডাষ্টবিনের খাবার কুড়িয়ে খাঁয়। [বিস্তারিত] -
কেন অযথা
যথা তথা নানা কথা বুঝিনা,
কেন মন
সেই জন ছাড়া কিছু খোঁজেনা। [বিস্তারিত] -
চটপটি আর মটরশুটি
তোরাই তবে বল,
উথাল - পাথাল হৃদয় কেন নাচেরে,
আঁখিদুটি মোর নিদ্রাচ্ছন্ন আজি [বিস্তারিত] -
কবিতা- “নির্বাক প্রতিবাদ”
শেখ ফারুক হোসেন
মোরা হাতুড়ি পেটানো মুগুড়,
যেভাবে চাইবে মহাজন [বিস্তারিত] -
কে যেন বললে মোরে
ক্ষীণকাল অপেক্ষা কর
হয়তো তোমার জন্যই মুই
আজও চণ্ডীদাস। [বিস্তারিত] -
ইশারায় তোমার যৌবন বলিরেখা
হৃদয়ে চকচক আগমনী
আমি মুগ্ধ আমি বিমোহিত আমি নব যৌবনদীপ্ত
আমি অনুপ্রাণিত তোমার দিগন্তের লাল আভাতে। [বিস্তারিত] -
মোর স্বপ্নের ঘোর কেটে গেলো
তোমার বিহনে হৃদয়ের ললাটে অংকিত আচড়খানি
বিমর্ষ রিক্ত নিঃস্ব হলো বলে।
কুয়াশায় ঢাকা সকালটুকু কেবল [বিস্তারিত] -
অনেক বয়সে বিবাহ করলো গিট্টু। বছর না যেতেই সে এক কন্যার বাবা হলো। কিন্তু মনে তার ইচ্ছা পুত্রের বাবা হবে। সেই অভিপ্রায়ে পরবর্তী বছর আবার এক কন্যার বাবা হলো। তখন সে মনে মনে ভাবলো, এবার হয়তো পুত্রের ... [বিস্তারিত]
-
চামচিকা হঠাৎ আচমকা চমকে উঠলো
কেন জানি মনটাও তাই
এবড়োথেবড়ো অন্ধকার তবু দেখা যাচ্ছে চামচিকা
মনে হয় যদি একবার ধরতে পারতাম [বিস্তারিত] -
সেদিন লেবুতলা আর বুজতলা
দুটোকেই এক ভেবেছিলাম
বুঝতে পারিনি তাই
তোমাকে না পাওয়ার যন্ত্রণায় কাতর মানুষগুলোকে [বিস্তারিত] -
যদি মনে হয় কখনো তোমার
আমি জীবনে তোমার টিউমার
তবে কেটে বাদ দিও
অযথা অপাংতেয় বহনের কি প্রয়োজন? [বিস্তারিত] -
যদি জানতাম
তুমি পদ্মপাতার শিশিরের ন্যায় ক্ষণস্থায়ী
সূর্যের আলোতে বিলিন
তবে কি আর এমন ভূল করতাম [বিস্তারিত]
- ১
- ২