আমি বৃষ্টি
দেখো একবার মুখটি তুলে
আমার পানে তাকিয়ে,
আসছি আমি তোমার কাছে
শুষ্ক ভেজা করতে।
দেখবে তুমি দূরের মাঠে
ছাগল- গরু আসছে,
লাগবে বলে জ্বর-সর্দি
আপন বেগে ছুটছে।
আকাশ থেকে ঝরবো যখন
পড়বো গাঁধীর গায়ে,
সেই খুশি তে পম্পা গাঁধী
নাচবে পায়ে পায়ে ।
আমার জলে যখন আমি
ভরিয়ে তুলবো ভূমি,
জীবন অনেক ধন্য হবে
পাবে কাছে তুমি ।
সেই যে আমি এসেছিলাম
কয়েক দিবস আগে,
ঘুমিয়ে ছিলে ঘরের ভিতর
সরষের তেল নাখে।
মাটির গন্ধে ভাঙলো তোমার
যখন ঘুমের বেশ,
তখন আমি পাড়ি দিলাম
অন্য আরেক দেশ ।
আবার আমি আসছি কাছে
দেখবো তোমার নাচ,
ভিজিয়ে দিবো অঙ্গ তোমার
ঝরবো ঝর ঝর ।
আমার পানে তাকিয়ে,
আসছি আমি তোমার কাছে
শুষ্ক ভেজা করতে।
দেখবে তুমি দূরের মাঠে
ছাগল- গরু আসছে,
লাগবে বলে জ্বর-সর্দি
আপন বেগে ছুটছে।
আকাশ থেকে ঝরবো যখন
পড়বো গাঁধীর গায়ে,
সেই খুশি তে পম্পা গাঁধী
নাচবে পায়ে পায়ে ।
আমার জলে যখন আমি
ভরিয়ে তুলবো ভূমি,
জীবন অনেক ধন্য হবে
পাবে কাছে তুমি ।
সেই যে আমি এসেছিলাম
কয়েক দিবস আগে,
ঘুমিয়ে ছিলে ঘরের ভিতর
সরষের তেল নাখে।
মাটির গন্ধে ভাঙলো তোমার
যখন ঘুমের বেশ,
তখন আমি পাড়ি দিলাম
অন্য আরেক দেশ ।
আবার আমি আসছি কাছে
দেখবো তোমার নাচ,
ভিজিয়ে দিবো অঙ্গ তোমার
ঝরবো ঝর ঝর ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ০৪/০৭/২০১৯সুন্দর বর্ষার নিয়ে যতো
-
বিশ্বামিত্র ০৩/০৭/২০১৯খুব সুন্দর!
-
শামিম ইশতিয়াক ০২/০৭/২০১৯আনিন্দ্য
-
শান্ত চৌধুরী ০২/০৭/২০১৯চমৎকার
-
দীপঙ্কর বেরা ০১/০৭/২০১৯সুন্দর
-
শেখ ফারুক হোসেন ৩০/০৬/২০১৯চমৎকার
-
ন্যান্সি দেওয়ান ৩০/০৬/২০১৯Nice poem.
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৬/২০১৯বাঃ