আফ্রোজাকে নিয়ে
আফ্রোজা আজ তোমায় দেখলাম নতুন বেশে,
আধুনিকতার স্পর্শে যেন এক আধুনিক নারীরূপে ।
সারা শরীরে আধুনিকতা জোয়ার এসেছে,
কিন্তু তাই বলে তো যাওনি অশ্লীলতার গর্ভে ।
জানো আফ্রোজা, লোকমুখে শুনেছি
এখনকার মেয়েরা বড্ড খারাপ,
আধুনিকতার পোশাক পড়ে শুধু ছেলের মাতায় ।
সত্যি কি তাই ?
যতসব আদিম যুগের লোক ।
তোমায় তো দেখলাম আজ
কৈ দেখি নি তো খারাপ কিছু,
হাতে ছিল রুমাল সঙ্গে চশমা,
চুল বাধা ছিল পুষ্পের ক্লিপে
ঠোঁটে ছিল হালকা লিপস্টিক
আর টিশার্টে লেখা ছিলো We Are Best Friends ।
সব মিলিয়ে যেন সদ্য প্রস্ফুটিত গোলাপ ফুল,
তাই আজ তোমার স্পর্শে জেগে উঠে
আমার অন্তরের সুপ্ত প্রেম ।
আধুনিকতার স্পর্শে যেন এক আধুনিক নারীরূপে ।
সারা শরীরে আধুনিকতা জোয়ার এসেছে,
কিন্তু তাই বলে তো যাওনি অশ্লীলতার গর্ভে ।
জানো আফ্রোজা, লোকমুখে শুনেছি
এখনকার মেয়েরা বড্ড খারাপ,
আধুনিকতার পোশাক পড়ে শুধু ছেলের মাতায় ।
সত্যি কি তাই ?
যতসব আদিম যুগের লোক ।
তোমায় তো দেখলাম আজ
কৈ দেখি নি তো খারাপ কিছু,
হাতে ছিল রুমাল সঙ্গে চশমা,
চুল বাধা ছিল পুষ্পের ক্লিপে
ঠোঁটে ছিল হালকা লিপস্টিক
আর টিশার্টে লেখা ছিলো We Are Best Friends ।
সব মিলিয়ে যেন সদ্য প্রস্ফুটিত গোলাপ ফুল,
তাই আজ তোমার স্পর্শে জেগে উঠে
আমার অন্তরের সুপ্ত প্রেম ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/০২/২০১৯বেশ
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০২/২০১৯আফরোজারা ভালো থাকুক।