www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতার স্পর্শে

মানব জন্ম নিয়ে কি গভীরতর লাভ হল - এসব বুঝেছি -
একা একা ঘুরে মরি - অক্ষত যন্ত্রণার দায়ে ;
কখনো কখনো দিগন্তের স্বপ্ন গুলি ঘোর অমাবস্যার মেঘাচ্ছন্নতায় ডুবে যায় ;
দু চোখের পাতা জলহীন মরুভূমি -
তবুও ভেতরে অথৈ জল - শুধু ঝরে পড়ে |
কবিতার কোলে এক দন্ড বিশ্রাম নিই !
কবিতার সাথে হাজার বেদনার গল্প করি ;
তবু সে দূর দিগন্তে চলে যায় -
এ ক্লান্ত অসহ্য যন্ত্রণা বোধ হয় কবিতার পেলব শরীরে কষ্ট দেয় -
কয়েকটা দিনের পরে কবিতার প্রেম যুগল হাত দুটির স্পর্শ পাই -
কবিতার অভিমান ভেঙে যায় |
কবিতাও বুঝেছে আমার প্রেমময় দৃষ্টি তার পরেই লেগে আছে |
তাই সে ফিরে গেলেও চলে আসে -
বোধহয় দুর্দান্ত প্রেম সেও বোঝে |

(বন্ধু সাঈদ আনোয়ারের লেখা )
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast