চর্যা কবির পদসংখ্যা
কাহ্ন বলে আমি শ্রেষ্ঠ তেরো টি গাঁয়ে ,
কুকু দাদু বুড়ো বলে চলে তিন টি পায়ে ।
সূর দিয়ে সরো খোকা পড়ে চার এ বেদ,
শবর, শান্তি, লুই করে পক্ষ নিয়ে ছেদ ।
ভুসু কাকু বাড়ি ফিরে আট টার পরে ,
তাই নিয়ে বাকি জন একটি গান ধরে ।
কুকু দাদু বুড়ো বলে চলে তিন টি পায়ে ।
সূর দিয়ে সরো খোকা পড়ে চার এ বেদ,
শবর, শান্তি, লুই করে পক্ষ নিয়ে ছেদ ।
ভুসু কাকু বাড়ি ফিরে আট টার পরে ,
তাই নিয়ে বাকি জন একটি গান ধরে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ০৯/০১/২০১৮আমি কি এসব বুঝি, বুঝিয়ে লিখুন প্লিজ!
-
কামরুজ্জামান সাদ ০৯/০১/২০১৮সবকবির নাম আসতে পারত।ভাল লাগত।কিছু দুর্বলতা রয়েছে।পরেরবার ভাল হবে।ধন্যবাদ।