www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চিকন কন্যা

এক যে আছে চিকন কন্যা
আল্পতে যায় রেগে,
কোন কাজে মন বসে না
যায় যখন সে রেগে ।
মুখটি করে হাড়ির মত
চোখটি করে লাল ,
রাগের সময় কাছে গেলে
ছাড়িয়ে ফেলে ছাল ।
বাড়ির মেজো মেয়ে
সেকেলে নাম,
মনটি ভারি মিষ্টি স্বভাব
থাকেনা যখন রাগ ।
তাইতো আমরা ভারি জ্বালাই
ভিন্ন নামে ডাকি ,
রাগ উঠলে কেটে পড়ি
এক দৌড়ে বাড়ি ।
রাগ করলেও সবই বোঝে
লাগায় বুদ্ধি কাজে,
তাইতো সবাই ভরসা করে
ভিন্ন ভিন্ন কাজে ।
ইয়ারকি করে সবার সঙ্গে
মাত্রা যদি বাড়ে,
চুপটি করে সারা দিন
হাড়ির মত থাকে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast