তোমার আশা তোমার স্বপ্ন
তুমি যা চেয়েছো তা পাওনি
সেটা কখনই তোমার ভুল নয়,
প্রকৃতি তা তোমায় পেতে দেয় নি ।
কাউকেই সব কিছু পেতে দেয় না,
রাধাও পাইনি তার প্রাণের প্রিয়তম কৃষ্ণকে ।
এতে অনুশোচনা করে অশ্রু মোচন করে তোমার লাভ কি ?
বরং তোমার সামনে যা কিছু আছে
তাকে আঁকড়ে ধরে সামনে অগ্রসর হও ।
তাতেও থাকবে প্রচুর বাঁধা,
আবার অনেক কিছু হারাবার ভয়ও,
তবু তোমাকেই শক্ত হাতে এগিয়ে যেতে হবে ।
ধৈর্য হারালে তো চলবে না,
তাতে তুমি আবারও হারিয়ে ফেলবে ।
অতীতে তুমি কি হারিয়েছো ভুলে যাও,
মনে করলেই ব্যাথা পাবে ।
এখন তোমার কাছে যা আছে সেটাই তোমার সব ,
তাকে আর হারাতে দিয়ো না ।
এবার যদি আবার হারিয়ে ফেলো,
তাহলে যে তুমি হেরে যাবে
প্রকৃতির কাছে, সমাজের কাছে ।
এখন তোমার করা উচিত কঠোর পরিশ্রম ।
তুমি তো জানো
কঠোর পরিশ্রমে তুমিও পাবে যা চেয়েছো সব ।
অলসতাই জানে হারাতে জীবনের চাওয়া পাওয়া ।
শুধু পরিশ্রমই নয়, তার সঙ্গে দরকার ধৈর্যও,
হঠকারীতা তো নিয়ে যায় জীবন কে পথের দিকে ।
তাই হঠকারীতা নয়, ধৈর্য সহকারে কাজ করো ।
এ জীবন তো তোমার, তোমাকেই তো প্রতিষ্ঠত হতে হবে ।
সমাজের বুকে দাঁড়িয়ে বলতে হবে,
আমি পেয়েছি আমার সব আশা ।
জীবনের সঙ্গে লড়াই করতে হবে,
তোমার নিজ স্বপ্ন পুরুণে ।
তাই কখনোই সে হারানো কথা মনে করোনা,
যা তুমি হারিয়েছো ।
সম্মুখে তো অনেক স্বপ্ন, অনেক আশা,
সে গুলোকে যে তোমাকেই পূরণ করতে হবে ।
আশা ছেড়ো না, জয় তোমারই হবে
তোমাকেই হতে হবে উত্তীর্ণ জীবনের কঠিন পরিক্ষায়,
আমি জানি তুমি পারবে,তুমিই পারবে ।
সেটা কখনই তোমার ভুল নয়,
প্রকৃতি তা তোমায় পেতে দেয় নি ।
কাউকেই সব কিছু পেতে দেয় না,
রাধাও পাইনি তার প্রাণের প্রিয়তম কৃষ্ণকে ।
এতে অনুশোচনা করে অশ্রু মোচন করে তোমার লাভ কি ?
বরং তোমার সামনে যা কিছু আছে
তাকে আঁকড়ে ধরে সামনে অগ্রসর হও ।
তাতেও থাকবে প্রচুর বাঁধা,
আবার অনেক কিছু হারাবার ভয়ও,
তবু তোমাকেই শক্ত হাতে এগিয়ে যেতে হবে ।
ধৈর্য হারালে তো চলবে না,
তাতে তুমি আবারও হারিয়ে ফেলবে ।
অতীতে তুমি কি হারিয়েছো ভুলে যাও,
মনে করলেই ব্যাথা পাবে ।
এখন তোমার কাছে যা আছে সেটাই তোমার সব ,
তাকে আর হারাতে দিয়ো না ।
এবার যদি আবার হারিয়ে ফেলো,
তাহলে যে তুমি হেরে যাবে
প্রকৃতির কাছে, সমাজের কাছে ।
এখন তোমার করা উচিত কঠোর পরিশ্রম ।
তুমি তো জানো
কঠোর পরিশ্রমে তুমিও পাবে যা চেয়েছো সব ।
অলসতাই জানে হারাতে জীবনের চাওয়া পাওয়া ।
শুধু পরিশ্রমই নয়, তার সঙ্গে দরকার ধৈর্যও,
হঠকারীতা তো নিয়ে যায় জীবন কে পথের দিকে ।
তাই হঠকারীতা নয়, ধৈর্য সহকারে কাজ করো ।
এ জীবন তো তোমার, তোমাকেই তো প্রতিষ্ঠত হতে হবে ।
সমাজের বুকে দাঁড়িয়ে বলতে হবে,
আমি পেয়েছি আমার সব আশা ।
জীবনের সঙ্গে লড়াই করতে হবে,
তোমার নিজ স্বপ্ন পুরুণে ।
তাই কখনোই সে হারানো কথা মনে করোনা,
যা তুমি হারিয়েছো ।
সম্মুখে তো অনেক স্বপ্ন, অনেক আশা,
সে গুলোকে যে তোমাকেই পূরণ করতে হবে ।
আশা ছেড়ো না, জয় তোমারই হবে
তোমাকেই হতে হবে উত্তীর্ণ জীবনের কঠিন পরিক্ষায়,
আমি জানি তুমি পারবে,তুমিই পারবে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৮/০১/২০১৮সুন্দর কবিতার ভাষা।। ভালো লাগল কবি
-
আব্দুল হক ২৫/১২/২০১৭আপনার সুন্দর লিখার জন্য ধন্যবাদ!!
-
এন আই পারভেজ ২৫/১২/২০১৭ধন্যবাদ জীবনমুখী লেখার জন্য।
-
সাঁঝের তারা ২৫/১২/২০১৭সুন্দর কবিতা। জয় আসুক কঠিন পরীক্ষায় ...
-
আলম সারওয়ার ২৫/১২/২০১৭অসাধারণ লেখালেখির জন্য শুভেচ্ছা থাকল
-
মধু মঙ্গল সিনহা ২৪/১২/২০১৭খুব সুন্দর..
-
কামরুজ্জামান সাদ ২৪/১২/২০১৭লেখা ভাল লাগেনি।আশা করছি পরেরটা ভাল হবে।