নিজের সম্পর্কে
কখনও কথা ছিল না যে লেখালেখিতে আসব। আমি অন্যদিকে ছিলাম, কিম্বা কিছুতেই ছিলাম না। অনেকটা দেরীতে, বলা যায় ভুল সময়ে সাহিত্যের সাথে আমার পরিচয় হল। স্কুল থেকেই তো আমাদের সাহিত্যের সাথে পরিচয়, কিন্তু সেই সাহিত্যের প্রতি আমি কোনদিন মনযোগী ছিলাম না। তাই সেই পরিচয়কে আমি মূলত পরিচয় বলি না।
হঠাৎ, হঠাৎই একদিন একটা বই আমার মনটাকেই ঘুরিয়ে দিল। সেটা পড়তে পড়তে মনে হল, মানুষের মনের এত ভিতরকার কথাও বইয়ে লেখা থাকে! এগুলো ছাপা হয়! কথাগুলি যেন আমার মনে এতদিন ধরে ছিলই। অনেকটা অগোছালোভাবে, অবচেতনে আর গোপনে। লেখক সেই কথাগুলিই প্রকাশ করেছে।
ব্যস, সেই থেকে আমারও খুব ইচ্ছা হল লেখক হওয়ার। অতঃপর সবকিছুই আমি ব্লগে বলছি...
হঠাৎ, হঠাৎই একদিন একটা বই আমার মনটাকেই ঘুরিয়ে দিল। সেটা পড়তে পড়তে মনে হল, মানুষের মনের এত ভিতরকার কথাও বইয়ে লেখা থাকে! এগুলো ছাপা হয়! কথাগুলি যেন আমার মনে এতদিন ধরে ছিলই। অনেকটা অগোছালোভাবে, অবচেতনে আর গোপনে। লেখক সেই কথাগুলিই প্রকাশ করেছে।
ব্যস, সেই থেকে আমারও খুব ইচ্ছা হল লেখক হওয়ার। অতঃপর সবকিছুই আমি ব্লগে বলছি...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৯/০৯/২০১৮পড়েছি
-
সেলিম রেজা সাগর ০৪/০৯/২০১৮দারুণ
-
আ'বিরু সাবীল ১৯/০৮/২০১৮সাহিত্যের ভুবনে স্বাগতম। শুভকামনা নিরন্তর।
-
মধু মঙ্গল সিনহা ১৯/০৮/২০১৮বাহ বাহ
শুভেচ্ছা ও অভিনন্দন।