www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুভ নববর্ষ

আজ বসন্তের শেষ দিন!! তবুও প্রকৃতিতে আজো আছে তার ছোঁয়া! গ্রীষ্মের আগমনী ক্ষনে আম্রার ঘ্রাণ, ভ্রমরের গুঞ্জন, কোকিলের মধুর কন্ঠে ডাক ও ফুলে-ফলে দোলে প্রকৃতির চির নব যৌবন উথাল হাওয়ায়। তাই তো একটি স্মৃতি বিজড়িত বছরের শেষ বিদায়ি ক্ষনে নতুন বর্ষ-বরণে বসন্ত সাজে বাংলার সাজ চীরি বর্ণময়!!



বন্ধুরা, অতীতের সকল ব্যর্থতা ভুলে, নতুন স্বপ্ন জয়ে জীবনের সকল সুখ স্মৃতির প্রেরণায়, হার কে রুখে দিতে আবার সাজতে হবে নতুন সাজে। '' জীবন উপভোগে সুখ-দুঃখ দন্দ-ই মেঘ-দৃষ্টির গর্জন-বর্ষন আনন্দ! ''



'' যুবতীর বুকের ঘ্রাণ নয়, মায়ের আঁচল ছায়াই হয়ে উঠুক যুবকের নিঃশ্বাসে প্রাণ। যুবকের সুঠাম বাহুর আলিঙ্গন নয়, সন্তানের বেহেস্ত বিনির্মানের স্বপ্নে বিভোর হোক যুবতীর মন। '' মানবতা ও ভালবাসার শালীন কামনায় ভরে উঠুক সকলের হৃদয়।



ভালবাসার অভিমান-পিছুটান ও প্রেমাকাঙ্খা মনের যৌবনে আলোক-বর্তিকা হয়ে ওঠুক জীবনের স্বপ্ন জয়ো যুদ্ধে। তবেই সামনের সকল বাঁধা-বিপত্তি পেরিয়ে আমরাই গড়ে তুলতে পারব সাম্য ও ঐক্যের সুমানব আত্মার সর্ব শ্রেষ্ঠ জাতি।



অতীত গুলো সেজে থাকুক স্মৃতির পাতায়, বিদায় ১৪২০।। শুভ-স্বপ্ন বাসনায় জয় আসুক সকল ভাল কাজে, শুভ নববর্ষ ১৪২১!!



©º°°º©©º°°º©♥@[100001491441934:]

♥©º°°º©©º°°º©
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ১২৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast