Valentines রম্য ০১
কোন বার ভালবাসা দিবস নিয়ে এতো এক্সাইটেড ছিলাম না, এবার যেমন ছিলাম! প্রতিবার ১০/১২ টি এসএমএস তো পাইতাম ই! নিজেও দিতাম! কিন্তু এবার অনেক ব্যস্ত ছিলাম, কাউকে উইশ করা হইনি!
তাই এবার কেউ সরণ করল না!
পুড়া কপাল কারো মনে হলনা আমি একটা জড়পদার্থ বেঁচে আছি! কাজের ফাঁকে সন্ধ্যার দিকে মোবাইলের টিউন বেজে উঠল!
তড়িগড়ি বের করে দেখলাম-
-==-
Butterfly park e Valentine s Day er FREE ticket pete matro 199 Tk er 500 MB 3.5G Data kine nin! Robi sheba theke ticket collect korun. Happy Valentine s Day!
From:- Robi
:-/
যা হোক এই ভালবাসায় কৌতুহলী নই এ মন! ক্লান্ত শরীরে অফিস হতে বাসার পথে রওয়না দিলাম। পথে অনেক প্রকার মানুষের আনাগুনা! রমনী/বালিকারা মাথায় ফুল পড়নে হরেক রংএর শাড়ি বা অন্য কাপড়- বসন্ত প্রকৃতিতে না সাজলেও হয়তো কবি তাদের দেখেই বসন্ত আগমনী বাণী লিখেছিলেন- "ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত” ভাবতে ভাবতে হেঁটে চলা পথে এক যুগলের ব্রেকাফের ঝগড়া দেখে, ঠুঁটের কোণে আমার একটি হাসি ফুটে ওঠল! আমি জানিনা এটা এটা সুখ-প্রশান্তি নাকি দুঃখের হাসি! হয়তো মোনালিসার পরে এটায় দ্বিতীয় বিষ্ময়! তফাৎ সে ঐ শতাব্দির মেয়ে আমি এই শতাব্দির ছেলে!
#Happy_Valentine's_Day #MoNALIsA
তাই এবার কেউ সরণ করল না!


-==-
Butterfly park e Valentine s Day er FREE ticket pete matro 199 Tk er 500 MB 3.5G Data kine nin! Robi sheba theke ticket collect korun. Happy Valentine s Day!
From:- Robi

যা হোক এই ভালবাসায় কৌতুহলী নই এ মন! ক্লান্ত শরীরে অফিস হতে বাসার পথে রওয়না দিলাম। পথে অনেক প্রকার মানুষের আনাগুনা! রমনী/বালিকারা মাথায় ফুল পড়নে হরেক রংএর শাড়ি বা অন্য কাপড়- বসন্ত প্রকৃতিতে না সাজলেও হয়তো কবি তাদের দেখেই বসন্ত আগমনী বাণী লিখেছিলেন- "ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত” ভাবতে ভাবতে হেঁটে চলা পথে এক যুগলের ব্রেকাফের ঝগড়া দেখে, ঠুঁটের কোণে আমার একটি হাসি ফুটে ওঠল! আমি জানিনা এটা এটা সুখ-প্রশান্তি নাকি দুঃখের হাসি! হয়তো মোনালিসার পরে এটায় দ্বিতীয় বিষ্ময়! তফাৎ সে ঐ শতাব্দির মেয়ে আমি এই শতাব্দির ছেলে!
#Happy_Valentine's_Day #MoNALIsA

মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।