জীবনানন্দ-নিরানন্দ
গত দু'বছর যাবৎ প্রেমের কবিতা লিখতে লিখতে জীবনানন্দ দাশ কে ফেল করে দিতে বসে, জীবন যুদ্ধে নিজেই ফেল হয়ে বসে আছি!
প্রিয় জনেরা বরাবরের মত আমার এ কবি প্রতিভার প্রতি অবিচার করে আসতেছে তো আসতেছেন, এর উপর কিছু দিন যাবৎ আমার এ পাগল পাগল ভালবাসার চরন গুলো, আমার অভিভাবক গন কে দারুন টেনশনে রেখেছে! বলে, যে শাওন কলেজের বারান্দায় মেয়ে দেখে ফেল বলে হাঁটেনায় (!) আজ তার একি ভুত চাপল মাথায়? (!)
আসলে কথা হচ্ছে কি, প্রেমে পড়তে যে চোখ থাকা প্রয়োজন আমার তা ছিল বটে, তবে কাউ কে নিজের প্রেমে ফেলার মত তেমন কোন গুন ছিলনা আমার! একটু ওভার আনস্মার্ট কিনা তাই!
যা হোক, প্রেমাকাঙ্ক্ষা ও ভালবাসা গুজবের গল্প না হয় আরেকটু বয়স হলেই করব। আজ না শুধু, চাই আজকে শেষ বার যেন এই মুখে এ নিয়ে শেষ কথা হয়! হাই জীবনানন্দ, একেতো কখনো প্রেম করিনি (!) এ কবিতার প্রেমে পড়ে আমার জীবন শেষ মেস নিরানন্দে ভরে গেল!!
প্রিয় জনেরা বরাবরের মত আমার এ কবি প্রতিভার প্রতি অবিচার করে আসতেছে তো আসতেছেন, এর উপর কিছু দিন যাবৎ আমার এ পাগল পাগল ভালবাসার চরন গুলো, আমার অভিভাবক গন কে দারুন টেনশনে রেখেছে! বলে, যে শাওন কলেজের বারান্দায় মেয়ে দেখে ফেল বলে হাঁটেনায় (!) আজ তার একি ভুত চাপল মাথায়? (!)
আসলে কথা হচ্ছে কি, প্রেমে পড়তে যে চোখ থাকা প্রয়োজন আমার তা ছিল বটে, তবে কাউ কে নিজের প্রেমে ফেলার মত তেমন কোন গুন ছিলনা আমার! একটু ওভার আনস্মার্ট কিনা তাই!
যা হোক, প্রেমাকাঙ্ক্ষা ও ভালবাসা গুজবের গল্প না হয় আরেকটু বয়স হলেই করব। আজ না শুধু, চাই আজকে শেষ বার যেন এই মুখে এ নিয়ে শেষ কথা হয়! হাই জীবনানন্দ, একেতো কখনো প্রেম করিনি (!) এ কবিতার প্রেমে পড়ে আমার জীবন শেষ মেস নিরানন্দে ভরে গেল!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাখাল ১৫/১১/২০১৩অপেক্ষা করুন, হয়তোবা নতুন কোন কলমীলতা স্যানাল আপনার আপনাকে কয়েকদন্ড শান্তি দিবে ।
-
Înšigniã Āvî ১৫/১১/২০১৩প্লিস বানানটা দেখে নিন